Budget 2025: এবারের বাজেটে হুহু করে দাম কমতে পারে এই জিনিসগুলির! কী কী সস্তা হতে চলেছে?

Published : Jan 28, 2025, 10:47 AM IST

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এবারেও নতুন বাজেট নিয়ে প্রচুর প্রত্যাশা রয়েছে আমজনতার। এবারের বাজেটে একধাক্কায় দাম কমতে পারে দৈনন্দিন কাজে ব্যবহার করা একাধিক জিনিস। দেখে নিন তালিকায় কী কী রয়েছে।

PREV
112

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন।

212

প্রতি বছরের মত এবারেও নতুন বাজেট নিয়ে প্রচুর প্রত্যাশা রয়েছে আমজনতার।

312

বাজেটে হওয়া ঘোষণা প্রতিটা দেশবাসীর উপর সরাসরি প্রভাব ফেলে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম থেকে শুরু করে আয়ের উপর দেওয়া ইনকাম ট্যাক্স সবটাই পাল্টে যেতে পারে বাজেটের ঘোষণার ভিত্তিতে।

412

তবে এবছর অনেকেরই নজর থাকবে ইলেক্ট্রনিক্স প্রোডাক্টসের দিকে। তাহলে কি বাজেটে সস্তা হবে ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট?

512

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার ডিজিটাল ইন্ডিয়া প্রশংসা করেছেন ও সময়ের সাথে সাধারণ মানুষকে আরও বেশি করে ডিজিটাল প্রোডাক্ট ব্যবহার করার জন্য উৎসাহী করেছেন।

612

এক্ষেত্রে যদি ফোন, ল্যাপটপ, টিভি ইত্যাদির দাম কমে তাহলে একদিকে যেমন বিক্রি বাড়বে তেমনি ডিজিটাল ইন্ডিয়ারও প্রসার ঘটবে।

712

তাই বাজেটে এই ধরণের দ্রব্যের দাম কমানো হবে কি না তা জানতে বেশি উৎসাহী কমবেশি সকলেই।

812

আগামী ১লা ফেব্রুয়ারি ২০২৫ যদি অর্থমন্ত্রী নির্মলা সীতারামান বাজেট পেশ করার সময় ইলেক্ট্রনিক প্রোডাক্টস তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের উপর ইমপোর্ট ডিউটি কমানোর কথা ঘোষণা করেন তাহলেই সমস্ত ইলেক্ট্রনিক্স দ্রব্যের দাম কমার সম্ভাবনা থাকছে।

912

ফলে কম দামে মিলতে পারে মোবাইল, স্মার্ট টিভি, ল্যাপটপ। ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট বলতে শুধুমাত্র মোবাইল নয়, বরং স্মার্ট টিভি থেকে শুরু করে ল্যাপটপেও প্রচুর স্পেয়ার পার্টসের প্রয়োজন হয়। তাই ছাড় ঘোষণা করা হলেই এই ধরণের সমস্ত প্রোডাক্ট আরও সস্তা হয়ে যাবে আশা করা হচ্ছে।

1012

কমতে পারে মোবাইল ফোন ব্যবহারের খরচও! বর্তমানে কমবেশি সকলেই বাড়তে থাকা মোবাইল রিচার্জ প্ল্যানের দামের জেরে চাপে রয়েছেন।

1112

এক্ষেত্রে টেলিকম কোম্পানিগুলির যুক্তি প্রযুক্তির উন্নতি ও কাঠামোগত খরচ বেড়ে চলেছে।

1212

তাই যদি টেলিকম কোম্পানিগুলি লাইসেন্স ফি ও ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড কমানোর জন্য দাবি জানিয়েছে। এখন অপেক্ষা ১লা ফেব্রুয়ারির, সেদিনেই জানা যাবে দাবি পূরণ হবে কি না!

click me!

Recommended Stories