এবার ৬০ বছরে আর অবসর নয়, এবার রিটায়ারমেন্ট হবে আরও ২ বছর পরে। এবার অবসরের বয়স বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার।
29
দুর্দান্ত ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার টানা ২ বছর বেশি চাকরি করতে পারবেন সরকারি কর্মীরা।
39
বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা দফতরে এই নতুন বয়সের নিয়ম কার্যকর হয়েছে। এবার খুব তাড়াতাড়ি এই বিভাগের অবসরের বয়স হবে ৬২।
49
এবার দ্রুত বকেয়া ও গ্র্যাচুয়িটি মিলবে। অবসরের পর আর বেশিদিন অপেক্ষা করা যাবে না, অত্যন্ত তাড়াতাড়ি চালু হয়ে যাবে পেনশন।
59
আরও ২ বছর কর্মজীবন বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মীদের। এই সব নিয়ম চালু হলে পেনশনেও মোটা টাকা মিলবে। আগের মতো পেনশন পেতে আর দেরি হবে না সরকারি কর্মীদের। এমনই ঘোষণা হতে পারে।
69
এবার পেনশন পেতে আর দেরি হবে না কারও। অবসরের সঙ্গে সঙ্গে মিলবে পেনশনের টাকা। এ ছাড়াও অবসর নিতেও আরও ২ বছর বেশি সময় লাগবে। ফলত পেনশনের টাকাও কিছুটা বাড়বে বলে জানা গিয়েছে।
79
এবার যে বয়সে অবসর নেওয়ার তারও পাক্কা ২ বছর পরে মিলবে অবসর। আরও ২ বছর বেড়ে গেল কর্মজীবন। ৬২ বছরে হবে রিটায়ারমেন্ট।
89
খুব তাড়াতাড়ি মিলবে পেনশনের টাকা। অতি দ্রুত এই প্রকল্প বায়স্তবায়ন করার পথে রয়েছে কেন্দ্র।
99
তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে তাড়াতাড়ি বাড়তে পারে ডিএ বলে মনে করা যাচ্ছে।