Budget 2025: নির্মলার বাজেটের পর সোনার দাম কী হবে? গোল্ড কাউন্সিল দিল অনুমান

Published : Jan 28, 2025, 09:28 PM IST

১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। কিন্তু তার আগেই চড়ছে সোনার দাম। এই অবস্থায় বাজেটের পর সোনার দামের কী অবস্থা থাকবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। 

PREV
110
বাজেট পেশ

১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। কিন্তু তার আগেই চড়ছে সোনার দাম। এই অবস্থায় বাজেটের পর সোনার দামের কী অবস্থা থাকবে তা নিয়ে জল্পনা তুঙ্গে।

210
সোনার দাম

মঙ্গলবার কিছুটা হলেও কমেছে সোনার দাম। কিন্তু তারপরেও সোনার দাম এমন বেড়েছে যা এখনও মধ্য়বিত্তের নগালের বাইরে। এদিন কলকাতায় সোনার দাম ১ ভরি ৮০ হাজার টাকা।

310
বাজেটের পর কী হবে

বাজেটের পর সোনার দাম বাড়বে না কমবে - তা নিয়েই জল্পনা তুঙ্গে।

410
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

বাজটের পর সোনার দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

510
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

বাজটের পর সোনার দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

610
সোনার দাম বাড়বে

আসন্ন বাজেটে যদি শুল্ক বৃদ্ধি করা হবে সেক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। আগে হলুদ ধাতুতে আমদানি শুল্ক ছিল ১৫ শতাংশ। সেখান থেকে কমিয়ে শুল্কের পরিমাণ ৬ শতাংশে নামিয়ে আনেন নির্মলা। তাতে কমেছে সোনার চোরাচালান।

710
আমদানি শুল্ক

সোনার দাম স্থিতিশীল রাখতে ও পর্যপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানি শুল্ক কমিটিয়েছিল কেন্দ্র। যার কারণে সোনা ব্যবহারের পরিমাণ বেড়ে গিয়ে বাণিজ্য ঘাটতি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছিল।

810
শুল্ক বৃদ্ধি হতে পরে

সোনার উপর কেন্দ্র শুল্ক বৃদ্ধি করতে পারে বলে একাধিক সূত্রে জল্পনা শোনা গিয়েছে। সেই সিদ্ধান্ত নিলে সোনা আরও দামি হতে পারে।

910
সোনা ব্যবহারে ভারতের স্থান

সোনা ব্যবহারে ভারতের স্থান বিশ্বের মধ্যে দ্বিতীয়। ভারতে সোনার চাহিদা এতটা যে বিদেশ থেকে আমদানি করতে হয়।

1010
শুল্ক নিয়ে সমস্যা

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিজিওনাল সিইও শচীন জৈন বলেন, সোনার উপর শুল্ক না বৃদ্ধির একটি অনুরোধ রাখা হয়েছে কেন্দ্রের কাছে। শুল্ক বাড়লে বাজারে বড় প্রভাব পড়তে পারে।

click me!

Recommended Stories