Budget: নির্মলার বাজেটে স্বাস্থ্যখাত নিয়ে বড় ঘোষণা! বীম থেকে ওষুধ দাম কমার আশায় মধ্যবিত্ত

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি ২০২৫ সালে নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। বাজেট ঘিরে প্রত্যাশা বাড়ছে মধ্যবিত্তের মধ্যে।

 

Saborni Mitra | Published : Jan 28, 2025 7:27 PM
110
কেন্দ্রীয় বাজেট

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি ২০২৫ সালে নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। বাজেট ঘিরে প্রত্যাশা বাড়ছে মধ্যবিত্তের মধ্যে।

210
নির্মলার অষ্টম বাজেট

এবার নির্মলা সীতারমণ অষ্টম বাজেট পেশ করতে চলেছেন। বাজেটে বড় কোন কোন ঘোষণা রয়েছে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

310
বাজেট প্রত্যাশা

আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কী কী ব্যবস্থা নিতে পারেন তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

410
স্বাস্থ্যখাত

এসবিআই -এর জেনারেল ইন্স্যুরেন্সের সিইও নবীনচন্দ্র ঝাঁ বলেছেন, স্বাস্থ্য খাত ক্রমাগত বৃদ্ধির সাক্ষী হচ্ছে। তাই এই খাতকে আরও শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় ব্যব্স্থা নিতে পারে।

510
লক্ষ্য ২০৪৭

কেন্দ্রীয় সরকার ২০৪৭ সালের মধ্যে সকলের জন্য বীমা এই লক্ষ্য নিয়েছে। লক্ষ্য পুরণে একাধিক পদক্ষেপ করা হতে পারে বলেও সূত্রের খবর।

610
বীমা সংক্রান্ত ঘোষণা

ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া-র রিপোর্ট অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় ২০২৩-২৪ সালে বীমা কভার হ্রাস পেয়েছে। বীমা গ্রহণকারীর সংখ্যা ২০২৩-২৫ সালে ৪ অংশ থেকে ৩.০৭ শতাংশে নেমে এসেছে।

710
বাজেটে ঘোষণা

এই হ্রাস রুখতে কেন্দ্রীয় সরকার বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে। নতুন কর ব্যবস্থার অধীনে বীমা প্রিমিয়ামের ব্যবস্থা করতে পরেন নির্মলা। তেমনই আশা করেছে অনেকে।

810
প্রিমিয়াম সীমা বৃদ্ধি

চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, মনিপাল সিগনা হেলফ ইনস্যুওরেন্স বলেছেন, স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান ব্য ও উচ্চতর বীমা কভারের প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে সরকারের উচিৎ স্বাস্থ্যের জন্য প্রদত্ত প্রিমিয়ামের জন্য আয়ক আইনে বীমা কর ছাড়ের উর্ধ্বসীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে পারে।

910
মেডিক্যাল সামগ্রীতে অভিন্ন জিএসটি

স্বাস্থ্য সেক্টর থেকে সরকারের কাছে বাজেটের আগে একটাই দাবি হল চিকিৎসা সরঞ্জামের ওপর অভিন্ন জিএসটি আরোপ করা। স্বাস্থ্যখাতে মেডিক্যাল ডিভাইসে আমদানি শুল্ক কমাতে ও এই মেডিক্যাল ডিভাইসগুলির স্থানীয় উৎপাদন ও গ্রামীণ স্বাস্থ্যসেবাকে উন্নীত করার জন্য উন্নত প্রযুক্তিতে গবেষণা ও উন্নয়নকে উৎসাহিত করার দাবি জানিয়েছে।

1010
চিকিৎসা সরঞ্জাম আমদানি

স্বাস্থ্যখাতে চিকিৎসা সরঞ্জামের আমদানি শুল্ক কমানোর দাবি করা হয়েছে। বর্তমানে ভারতে ৮০ শতাংশ চিকিৎসা সরঞ্জাম আমদানি করা হয়।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos