গোয়ার আন্দোলনে সেনা পাঠাননি, রাজ্যসভায় নেহেরুকে কাঠগড়ায় দাঁড় করালেন মোদী


মঙ্গলবার রাজ্যসভার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন , গোয়া যখন পর্তুকিজদের হাত থেকে স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করছিল তখন আন্তর্জাতিক স্তরে নেহেরু নিজের ভাবমূর্তি রক্ষা করার চেষ্টা করেছিলেন। তিনি গোয়া সেনা পাঠাতে চাননি বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজ্যসভায় (Rajya Sabha) থেকে কংগ্রেসের (Congress) পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) চড়া সুরে আক্রমণ করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে (First PM Jawaharlal Nehru)। তিনি বলেন,   দেশ স্বাধীনের প্রায় ১৫ বছর পর স্বাধীন হয়েছে গোয়া (Goa)। আর এর জন্য তিনি সরাসরি নিশানা করেন তৎকালীন প্রাধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে। এদিন রাজ্যসভায় ভাষণ দেওয়ার সময় তিনি নেহেরুর বেশ কিছু উদ্ধৃতি তুলে তীব্র সমালোচনা করেন। নেহেরুর উক্তিগুলিকে অহংকারের প্রকাশ হিসেবেও মন্তব্য করেন। 

মঙ্গলবার রাজ্যসভার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন , গোয়া যখন পর্তুকিজদের হাত থেকে স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করছিল তখন আন্তর্জাতিক স্তরে নেহেরু নিজের ভাবমূর্তি রক্ষা করার চেষ্টা করেছিলেন। তিনি গোয়া সেনা পাঠাতে চাননি বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তাঁর অভিযোগ ছিল গোয়ায় যখন সত্যাগ্রহ চলছিল তখনও তাতে কোনও সমর্থন জানাননি নেহেরু। উল্টে সত্যাগ্রহীদের নানাভাবে হেনস্থা ও কটাক্ষ করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। 

Latest Videos

মোদী এদিন রাজ্যসভায় বলেন আন্দোলনের জন্য গোয়ানিজরা যথন গুলি খাচ্ছেন তখন, নেহেরু সেখানে তাঁদের সাহায্যের জন্য সেনা পাঠাতে রাজি ছিলেন না। তাঁর কথায় গোয়ার আন্দোলন নিয়ে সম্পূর্ণ চুপ ছিলেন তিনি। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে কথা প্রসঙ্গে লতা মঙ্গেশকরের পরিবারের কথাও উত্থাপন করেন। তিনি বলেন, লতাজির পরিবার গোয়া বাসিন্দা ছিলেন। কিন্তু দেশের সুর সাম্রাজ্ঞীর পরিবারকেও হেনস্তা করা হয়েছে। কোনও একটা সময় লতাজির ভাই বীর সাভারকারের কবিতা বলায় তাঁকে অল ইন্ডিয়া রেডিওর প্রোগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কথা প্রসঙ্গে তিনি কিশোর কুমার ও মজনুর সুলতানপুরীর কথাও উত্থাপন করেন। তিনি বলেন এই দুই শিল্পি নেহেরু ও গান্ধী পরিবারের প্রতি আনুগত্য না দেখানোয় তাদেরও সাজা দেওয়া হয়েছিল। 

মোদী বলেন কংগ্রেস মানেই গান্ধী ও নেহেরু পরিবার। একটি পরিবারের ইতিহাস নিয়েই চর্চা করে। তাই দেশের অনেক বীর গাথা বাদ রয়েছে। একই সঙ্গে তিনি কংগ্রেসের সমর্থকদেরও তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন দেশের উন্নয়ন বাধা দিয়েছিল। এখনন বিরোধী দলে থাকার সময়ই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে তিনি বলেন কংগ্রেস যদি দেশের ধারনা না মানে তাহলে দলের নাম থেকে জাতীয় কংগ্রেস শব্দটি বাদ দিয়ে দেওয়া উচিৎ। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি