২০৫০ সালের মধ্যেই বড়সড় ক্ষতির সম্ভাবনা। প্রচুর সংখ্যক মৃত্যুর পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও গিয়ে ঠেকবে একেবারে তলানিতে।
ভারতের জনসংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে প্রায় ১৪২ কোটি। বিশ্বের শীর্ষে থাকা জনবহুল দেশটিতে এবার চোখ রাঙাচ্ছে লেলিহান উত্তাপ। গ্রীষ্মকাল শুরু হওয়ার একেবারে মুখ্য ভাগ থেকেই তাপমাত্রার পারদ চড়ে যাচ্ছে ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টি হলেও তার পরিমাণ হচ্ছে খুবই ক্ষীণ। জলসংকটে ভুগছে ভারতের সমস্ত বড় বড় শহরগুলি। দেখা দিচ্ছে বিদ্যুতের সংকটও। এরই মধ্যে সকলের অগোচরেই বেজে গেছে মৃত্যুর ঘণ্টা। সেই খবরই ভারতবাসীর উদ্দেশ্যে জানিয়ে দিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা।
আগামী দিনে তাপপ্রবাহ ভারতের মানুষকে কতখানি মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে, সে সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক রমিত দেবনাথ। সাধারণ মানবজীবনে তাপপ্রবাহ কী কী ভাবে প্রভাব ফেলবে, তা নিয়েই এই রিপোর্টটি বিস্তারিত তৈরি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ভারতের প্রায় ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তাপপ্রবাহের শিকার হতে চলেছেন। তাপপ্রবাহের প্রত্যক্ষ প্রভাবের মধ্যে রয়েছে ব্যাপক মাত্রায় শস্যহানি। প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। এই আশঙ্কা সত্যি হতে আর বেশি দেরি নেই বলে জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, দেশের অন্তত ৩০ লক্ষ মানুষ এই ক্ষতির শিকার হবেন মাত্র ২৭ বছরের মধ্যেই। ২০৫০ সালের মধ্যেই ভয়ঙ্কর তাপপ্রবাহ ব্যাপকভাবে বিপর্যস্ত করে দেবে আমজনতাকে। তাপপ্রবাহের কারণে ২১০০ সালের মধ্যে দেশের ৬০ লক্ষ মানুষের জীবনযাত্রার মান একেবারে তলানিতে গিয়ে ঠেকবে।
গবেষক রমিত দেবনাথের এই সমীক্ষায় প্রকাশ করা হয়েছে যে, তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের রাজধানী দিল্লি। গত কয়েক বছর ধরেই ভারতে তাপপ্রবাহের সতর্কতা ধীরে ধীরে ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা চরমে পৌঁছনোর পাশাপাশি শুকিয়ে যাচ্ছে মাটির নীচের জলস্তর। চাষবাসের চূড়ান্ত ক্ষতি হচ্ছে, ফলে টান পড়বে দেশের শস্য ভাণ্ডারেও। এই আকাল ভারতের অর্থনীতিকে একেবারে ধসিয়ে দিতে পারে বলেই আশঙ্কা করছেন গবেষক। ২০২৩ সালে বৈশাখ মাস শুরুর আগে থেকেই যে দাবদাহের ভ্রুকুটি দেখেছে গোটা ভারত, তা আরও ২৭ বছর পরে গিয়ে কোন পরিস্থিতিতে দাঁড়াবে, সেই আতঙ্কে তটস্থ হয়ে রয়েছেন সমগ্র ভারতবাসী।
আরও পড়ুন-
Sudan News: রক্তাক্ত সুদানে পৌঁছে গেল নৌবাহিনীর ‘সুমেধা’, জেদ্দায় ভারতীয় বায়ুসেনার দুটি বিমান
Breaking News: মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন-এর জামাই সাবারিসানের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি, তামিলনাড়ু জুড়ে শোরগোল
Uttar Pradesh Rape Case: বাড়ির বাইরে খেলার সময় নাবালিকাকে ধর্ষণ, উত্তরপ্রদেশে ফের পাশবিক ঘটনা