ভারতের সঙ্গে যুদ্ধ করতে এলে আদৌ কী লড়তে পারবে পাকিস্তান! শত্রুকে পরাস্ত করতে ভারতের অস্ত্রভাণ্ডারে কী-কী আছে?

Published : May 09, 2025, 06:49 PM IST

India Pakistan Clash: ভারতের সামরিক শক্তি নিয়ে পাকিস্তানকে সতর্ক থাকতে হবে বলে মনে করার যথেষ্ট কারণ আছে। দেখুন দুই দেশের সামরিক শক্তি...             

PREV
18
বিমানবাহী ও ডুবোজাহাজ

রাশিয়ান নির্মিত আইএনএস বিক্রমাদিত্য এবং দেশীয়ভাবে নির্মিত আইএনএস বিক্রান্ত, দুটি সক্রিয় বিমানবাহী রয়েছে ভারতীয় নৌবাহিনীর। অন্যদিকে, পাকিস্তানের একটিও বিমানবাহী জাহাজ নেই। ভারতের প্রায় ১৮ টি সক্রিয় ডুবোজাহাজ রয়েছে, যার মধ্যে রয়েছে পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডুবোজাহাজ। পাকিস্তানের মাত্র পাঁচটি ডুবোজাহাজ আছে, যার মধ্যে দুটি চীন থেকে নিয়ে আসা হয়েছে। ভারতীয় নৌবাহিনীতে প্রায় ১৫০ টি যুদ্ধজাহাজ রয়েছে। পাকিস্তানের মাত্র ৯ টি সক্রিয় যুদ্ধজাহাজ আছে।

28
সামরিক বিমান

ভারতের প্রায় ২,২০০ টি সামরিক বিমান রয়েছে। ভারতীয় বিমানবাহিনীতে (IAF) সুখোই Su-30MKI, রাফেল, মিরাজ ২০০০ জেট বিমান রয়েছে। পাকিস্তানের বিমানবাহিনীতে প্রায় ১,৪০০ টি বিমান রয়েছে।

38
ট্যাঙ্ক

ভারতের স্থলবাহিনীতে প্রায় ৪,২০১ টি ট্যাঙ্ক রয়েছে, বিশেষ করে টি-৯০ ভীষ্মা। পাকিস্তানের প্রায় ২,৬২৭ টি ট্যাঙ্ক রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণে কামানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকিস্তান সম্প্রতি চীনা নির্মিত SH-15 কামান সংগ্রহ করেছে।

48
ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র

ভারতের ক্ষেপণাস্ত্র তালিকায় রয়েছে পারমাণবিক শক্তিচালিত অগ্নি ক্ষেপণাস্ত্র এবং ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা তুলনামূলকভাবে সীমিত এবং চীনা প্রযুক্তির উপর নির্ভরশীল।

58
বিশাল প্রতিরক্ষা বাজেট

ভারতের অর্থনীতির শক্তি এবং বিশাল প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের সীমিত সম্পদের তুলনায় অনেক বেশি। ভারতের সামরিক আধুনিকীকরণ পাকিস্তানের সাথে ব্যবধান আরও বাড়িয়ে তুলেছে। নৌ, বিমান, স্থল এবং কৌশলগত ক্ষেত্রে ভারতের সামগ্রিক সামরিক সুবিধা পাকিস্তানের উপর একটি স্পষ্ট প্রভাব বিস্তার করে।

68
পারমাণবিক শক্তি

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। যুদ্ধের পরিস্থিতিতে দুই দেশের সামরিক শক্তির তুলনা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিরক্ষা খাতে আধুনিকীকরণের গতি পাকিস্তানের জন্য উদ্বেগের বিষয়। যা নিয়ে রীতিমত রাতের ঘুম উড়েছে পাকিস্তানের।  

78
পাকিস্তান বেশি বাড়লে আরও বড় প্রত্য়াঘাত

ভারত এবং পাকিস্তানের মধ্যে তীব্র সংঘাতের আবহে এবার পাকিস্তানকে আরও কড়া হুঁশিয়ারি ভারতের বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, পাকিস্তান বাড়াবাড়ি করলে, আরও বড় প্রত্যাঘাতের জন্য ওদের প্রস্তুত থাকতে হবে। কারণ, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারতকে এই আক্রমণ করতে পাকিস্তানই বাধ্য করেছে। 

88
কোন দিকে মোড় নেবে ভারত-পাক সংঘাত

গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডে ২৬ জন ভারতীয় পর্যটক মারা গিয়েছেন। তার পর সারা ভারত পাকিস্তানের এই অনাচারে ক্ষুব্ধ, বিরক্ত। ভারত পাক আক্রমণও করেছে। তবে দু-দেশের এই সংঘাত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা অবশ্য সময় বলবে। 

Read more Photos on
click me!

Recommended Stories