জবাব দিচ্ছে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং এয়ার ফোর্স।
510
কিন্তুভারত-পাকিস্তান যুদ্ধের আবহে কি জ্বালানি সঙ্কটে পড়তে পারে দেশ?
এই বিষয়ে বড় আপডেট দিয়েছে ইন্ডিয়ান অয়েল।
610
জ্বালানি বা এলপিজি-র কোনওরকম ঘাটতি নেই বলেই তারা আশ্বস্ত করেছে
সেইসঙ্গে, সমস্ত আউটলেটে জ্বালানি সহজলভ্য থাকার ফলে আতঙ্কিত হয়ে আগে থেকে মজুত করার প্রয়োজন নেই বলেও জনসাধারণকে অনুরোধ জানিয়েছে ইন্ডিয়ান অয়েল।
710
অর্থাৎ, ভারত-পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে
দেশে কোনওরকম জ্বালানি তেলের ঘাটতি হবে না বলেই জানিয়ে দিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তারা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে। সেখানে তারা লিখেছে, “ইন্ডিয়ান অয়েল-এর কাছে দেশজুড়ে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং আমাদের সাপ্লাই চেইনগুলি সুষ্ঠুভাবেই কাজ করছে। আতঙ্কিত হয়ে মজুত করার কোনও প্রয়োজন নেই। আমাদের সমস্ত আউটলেটে জ্বালানি তেল এবং এলপিজি সহজেই পাওয়া যাচ্ছে।”
810
গ্রাহকদের শান্ত থাকতে বলেছেন তারা
অপ্রয়োজনে জ্বালানি স্টেশনগুলিতে ছুটে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে সংস্থাটির তরফ থেকে।
910
জ্বালানি মজুত এবং সেই জ্বালানির সঠিক সরবরাহ নির্বিঘ্নেই চলমান রয়েছে
তারা বারবার বলেছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই।
1010
ইন্ডিয়ান অয়েলের স্পষ্ট বার্তা
দেশজুড়ে সকলের জন্য জ্বালানি সরবরাহ নিয়ে কোনও চিন্তা নেই।