Indigo Flight Cancel News: ভারত-পাক উত্তেজনার আবহে এবার সামনে আসল বিমান পরিষেবা নিয়ে বড় আপডেট। আগামী ১০ মে পর্যন্ত বন্ধ বিমান পরিষেবা।               

Indigo Flight Cancel News: ভারত-পাক উত্তেজনার আবহে এবার সামনে আসল বিমান পরিষেবা নিয়ে বড় আপডেট। আগামী ১০ মে পর্যন্ত বন্ধ বিমান পরিষেবা। পরবর্তী নির্দেশিকা আসা না পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। কোন-কোন বিমান পরিষেবা বন্ধ থাকছে? জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

সূত্রের খবর, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়তে থাকায় বিমান যাত্রীদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে ভারতীয় বিমান সংস্থা IndiGo। এই নির্দেশিকার ফলে আগামী ১০ মে পর্যন্ত উত্তর ও পশ্চিম ভারতের দশটি শহরে বন্ধ থাকবে বিমান পরিষেবা। এর মধ্যে রয়েছে- শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, ধরমশালা, বিকানের উল্লেখযোগ্য। আগামী ১০ মে অর্থাৎ শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।

এই বিষয়ে বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো তরফে বলা হয়েছে যে, ''আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখছি।'' তারা আরও জানিয়েছেন, যাত্রীদের কাছে অনুরোধ বিমান পরিষেবার আপডেট পেতে সরকারি ওয়েব সাইটে সর্বদা নজর রাখুন। খুব প্রয়োজন না হলে এই মুহুর্তে বিমান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে IndiGo কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পাকিস্তানের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Scroll to load tweet…

সরকারের জারি করা 'নোটিস টু এয়ারমেন' (নোটাম) অনুযায়ী, পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার পরবর্তী পরিস্থিতির কারণে ভারত-পাক সীমান্ত অঞ্চলে অবস্থিত দেশের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আসুন এক নজরে দেখে নিন কোন কোন বিমান বন্দর সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

Scroll to load tweet…

1. Punjab

1. Amritsar

2. Ludhiana

3. Patiala

4. Bathinda

5. Halwara

6. Pathankot

2. Himachal Pradesh

1. Bhuntar

2. Shimla

3. Kangra-Gaggal

3. Chandigarh (Union Territory)

1. Chandigarh

4. Jammu and Kashmir (Union Territory)

1. Srinagar

2. Jammu

5.Ladakh (Union Territory)

1. Leh

6-Rajasthan

1. Kishengarh

2. Jaisalmer

3. Jodhpur

4. Bikaner

7.Gujarat

1. Mundra

2. Jamnagar

3. Hirasar

4. Porbandar

5. Keshod

6. Kandla

7. Bhuj

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।