বাড়ি ভাড়া নেওয়ার অছিলায় বাড়ির বাইরে ডেকে গ্রেফতার, গ্রেফতার করল সিবিআই

Published : Oct 29, 2024, 10:21 AM IST
Murder accused arrested in Jharkhand

সংক্ষিপ্ত

চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগে লখনউ-এ গ্রেফতার হলেন সিনিয়র পোস্টাল সুপারিনটেনডেন্টের স্টেনো রাঘাবেন্দ্র ওঝা। সিবিআই তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে লখনউ নিয়ে যায়।

লখনউ-এ গ্রেফতার হল সিনিয়র পোস্টাল সুপারিনটেনডেন্টের স্টোনা রাঘাবেন্দ্র ওঝা। সন্ধ্যা বেলায় তাঁর বাড়ির সামনে ভিড় করেন বেশ কিছু ব্যক্তি। বাইরে থেকে হাঁকডাক করতেই রাঘাবেন্দ্র বাবু জানলা দিয়ে তাকান। ‘সাহাব, ঘর ভাড়া নেব, একটা ব্যবস্থা করে দিন’- এই বলে ডাকা হয় রাঘাবেন্দ্র ওঝাকে। তিনি তড়িঘড়ি বাড়ির বাইরে আসতেই গ্রেফতার করা হয় তাঁকে।

জানা গিয়েছে, রাঘাবেন্দ্র ওঝা উত্তরপ্রদেশের প্রতাপগড়ের সেনানি নগরের বাসিন্দা। পেশায় লখনই সিনিয়র পোস্টাল সুপারিনটেনডেন্টের স্টেনো। শুক্রবার রাত ৮টা নাগাদ চারটে গাড়িতে প্রায় এক ডজন সিবিআই অফিসার আসে সেনানি নগরে। বাড়ি ভাড়া নেওয়ার অছিলায় বাড়ির মালিককে বাইরে ডেকে গ্রেফতার করল সিবিআই।

চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় গ্রেফতারি বলে জানা গিয়েছে। প্রতাপগড়ে সিবিআই দস এই ঘটনায় প্রথমে মোহনগঞ্জ এলাকা থেকে অনিল কুমারকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর উত্তরপ্রদেশের প্রতাপগড়ের সেনানি নগরের বাসিন্দা সিনিয়র পোস্টাল সুপারিনটেনডেন্টের স্টোনা রাঘাবেন্দ্র ওঝাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের সময় কয়েকজন প্রার্থীর থেকে টাকা নিয়েছিলেন অনিল কুমার। কিন্তু কারও চাকরি হয়। তাঁরা টাকা ফেরত চাইলে ফেরত দেননি। তারপরই দুর্নীতির অভিযোগ ওঠে। ঘটনায় জড়িত রাঘাবেন্দ্র ওঝাও। তদন্তে নেমে এই দুজনকে গ্রেফতার করে সিবিআই।

সূত্রের খবর, তাদের গ্রেফতার করে লখনউ নিয়ে যাওয়া হয়েছে। এই প্রসঙ্গে প্রতাপগড়ের এসপি জানান, সিবিআই তল্লাশির খবর পুলিশ জানত না। সিবিআই নিজে থেকেই অভিযান চালিয়েছে। গ্রেফতারির পর পুলিশ বিষয়টি জানতে পারেন।

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র