আগামী পাঁচ বছর দিল্লিতে কার রাজত্ব চলবে তার অগ্নিপরীক্ষা হতে চলেছে ৮ ফেব্রুয়ারি। তার ঠিক ২ দিন আগেই বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার হলেন দিল্লি সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক। দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করেছে সিবিআই।
অভিযুক্ত আধিকারিকের নাম গোপাল কৃষ্ণ মাধব। তিনি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার দফতরে কর্মরত দিলেন বলে জানা গেছে।
ধৃতের বিরুদ্ধে ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। দিল্লি সরকারের সচিবালয়ে উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার দফতরে বিশেষ দায়িত্বপ্রাপ্ত (ওএসডি) আধিকারিক হিসাবে নিযুক্ত ছিলেন অভিযুক্ত গোপাল কৃষ্ণ মাধব।
ডিএএনআইসিএস-এর সিনিয়র আধিকারিক (দিল্লি, আন্দামান নিকোবার দ্বীপ সিভিল সার্ভিস) গোপাল কৃষ্ণের বিরুদ্ধে আগেই অভিযোগ জমা পড়েছিল সিবিআই-এর কাছে। এরপরেই দুলক্ষ টাকার ঘুষের ফাঁদে তাকে গ্রেফতার করে সিবিআই কর্তারা।
গ্রেফতারের পর সিবিআই সদর দফতরে তাকে জেরা করা শুরু হয়। যদিও এই মামলায় বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি সিবিআই কর্মকর্তারা।
২০১৫ সালে আম আদমি পার্টি দিল্লিতে ক্ষমতায় আসে। তারপর থেকেই সিসোদিয়ার দফতরে কর্মরত ছিলেন গোপাল কৃষ্ণ।