প্রকাশিত হল সিবিএসসি-র ফলাফল, রেকর্ড সাফল্য ছাত্রীদের, সর্বোচ্চ নম্বর ৯৯.৮০

ভোটের মধ্যেই ফলপ্রকাশ সিবিএসসি-র দ্বাদশ শ্রেণীর। প্রথম স্থান দখন করে রেকর্ড সাফল্য ছাত্রীদের। 

ভোটের জেরে ব্যহত হবে না পরীক্ষার ফলপ্রকাশ। আগে থেকেই সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যথা সময় প্রকাশ্যে আসবে ফলাফল। তাই নিয়ম মেনেই মে মাসের শুরুতে বৃহস্পতিবার সিবিএসসি বোর্ডের ফলাফল হাতে পেল ছাত্রছাত্রীরা। ২০১৯-এর ফলাফল ঘোষনা হওয়া মাত্রই চতুর্দিকে ছাত্রীদের জয় জয়করা। ৯৯.৮০ শতাংশ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান দখল করে হংসিকা শুক্লা ও করিশ্মা আরোরা।  

 

Latest Videos

 

 

পশ্চিমবঙ্গে প্রথমস্থান দখল করেছে সাউথ পয়েন্টের দেবাঞ্জন দাস। তার সংরক্ষণে ৯৮.৬শতাংশ নম্বর। ফলাফল অনুসারে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ১০ জন ছাত্রছাত্রী হলঃ

চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩লক্ষ। রাজ্যে সাউথ পয়েন্ট স্কুলের ফলাফল সর্বাধিক প্রশংসিত। ৫২০ জন ছাত্রছাত্রীর মধ্যে ৩২০ জন ৮০ শতাংশের অধিক নম্বর পায় ও ১৭০ জন ৯০ শতাংশের অধিক নম্বর সংগ্রহ করে। রাজ্যে প্রথম দশের দুইটি স্থান দখল করেছে এই বিদ্যালয়ের ছাত্র।

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও