CBSE: দশম ও দ্বাদশ শ্রেণির ফল জানার জন্য পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে ডিজিলকার অ্যাককেস, জানাল সিবিএসই

Published : May 05, 2024, 09:51 PM ISTUpdated : May 05, 2024, 10:57 PM IST
 CBSE Result 2024 Date Time

সংক্ষিপ্ত

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফল জানানো হচ্ছে পরীক্ষার্থীদের।

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে ডিজিলকারের মাধ্যমে। পরীক্ষার্থীদের ডিজিলকার অ্যাকসেস কোড দেওয়া হয়েছে। সেই কোডের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ডিজিলকার থেকেই মার্কশিট ও সার্টিফিকেট পাওয়া যাবে। ডিজিলকারে থাকা নথি সব সরকারি ক্ষেত্রেই গ্রহণযোগ্য। এই কারণেই ডিজিলকারে পরীক্ষার্থীদের সার্টিফিকেট ও মার্কশিট আপলোডের ব্যবস্থা করেছে সিবিএসই। স্কুলের মাধ্যমে ডিজিলকারের কোড অ্যাকসেস করতে পারছে পরীক্ষার্থীরা। দ্রুত পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও সিবিএসই-র পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের উৎকণ্ঠার অবসান ঘটতে চলেছে।

অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগাচ্ছে সিবিএসই

গত কয়েক বছর ধরেই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ডিজিটাল মার্কশিট ও সার্টিফিকেট দেওয়ার জন্য ডিজিলকার ব্যবহার করছে সিবিএসই। পরীক্ষার্থীদের জন্য ডিজিলকার অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এরপর স্কুলের মাধ্যমে পড়ুয়াদের সেই অ্যাকাউন্টের অ্যাকসেস দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পরেই ডিজিলকারে পাওয়া যাচ্ছে মার্কশিট, সার্টিফিকেট। এবারের ব্যবস্থাপনা সম্পর্কে সিবিএসই-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শীঘ্রই ২০২৪ সালের বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রত্যেক পড়ুয়ার জন্য ডিজিলকার অ্যাকাউন্টের অ্যাকসেস কোড ফাইল স্কুলগুলি পেয়ে যাচ্ছে। সেই ফাইল থেকে প্রত্যেক পড়ুয়ার অ্যাকসেস কোড দিতে পারবে স্কুলগুলি। প্রত্যেক পড়ুয়ার ডিজিলকার অ্যাকাউন্ট অ্যাকটিভেট করার জন্য ৬ সংখ্যার অ্যাকসেস কোড দিতে হবে। এ বিষয়ে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে পড়ুয়াদের।’

ওয়েবসাইটে জানা যাবে ফল

সিবিএসই-র পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা results.cbse.nic.in, cbseresults.nic.in ও digilocker.gov.in-এ ফল জানতে পারবেন। পরীক্ষার্থীদের রোল নাম্বার, স্কুলের নাম্বার, অ্যাডমিট কার্ডের আইডি দিলেই ফল জানা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

CBSE Exam: নবম থেকে দ্বাদশে যুক্ত হচ্ছে নতুন বিষয়, পড়াশোনায় ভিত্তিগত পরিবর্তন করতে চাইছে সিবিএসই

CBSE Exams 2024: পরীক্ষায় কোনও ডিভিশন বা ডিস্টিংকশন থাকবে না, দশম ও দ্বাদশ শ্রেণির উদ্দেশে জানিয়ে দিল সিবিএসই বোর্ড

পরের সেশন থেকেই বদলে যাচ্ছে সিবিএসই-র পরীক্ষা প্যাটার্ন, কীরকম হতে চলেছে প্রশ্নপত্র, জানাল বোর্ড

PREV
click me!

Recommended Stories

ই-চালান ইন্টিগ্রেশনে উত্তরপ্রদেশে সড়ক সুরক্ষায় জোর, ১৭ জেলায় শুরু প্রক্রিয়া
রাহুলের সমালোচনা করতেই কংগ্রেসের 'ফোঁস', জিন্না-বিজেপি যোগের কথা বলে মোদীকে 'বিকৃতির মাস্টার' বলল