DK Shivakumar: লোকসভা নির্বাচনের প্রচারে দলীয় নেতাকে চড় ডি কে শিবকুমারের, ভাইরাল ভিডিও

লোকসভা নির্বাচনের প্রচারে কেন বারবার মেজাজ হারাচ্ছেন কংগ্রেস নেতারা? তেলঙ্গানার পর এবার কর্ণাটকে লোকসভা নির্বাচনের প্রচারের সময় কংগ্রেস নেতার চড় মারার ভিডিও ভাইরাল।

লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে দলেরই এক নেতাকে চড় মারলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তিনি হাভেরির সাবানুরে প্রচারে গিয়েছিলেন। সেখানেই কংগ্রেস নেতা আলাউদ্দিন মণিয়ারকে চড় মারেন শিবকুমার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। কংগ্রেসকে কটাক্ষ করছে বিজেপি। কর্ণাটক রাজ্য বিজেপি-র 'এক্স' হ্যান্ডলে শিবকুমারের চড় মারার ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন কংগ্রেস মিউনিসিপ্যাল সদস্যকে চড় মারলেন উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। ভিডিও ভাইরাল। গত রাতে হাভিরের সাবানুর শহরে কংগ্রেস প্রার্থী বিনোদা আসুতির হয়ে প্রচারে গিয়েছিলেন ডি কে শিবকুমার। তিনি সেখানে পৌঁছনোর পর কংগ্রেস কর্মীরা 'ডি কে-ডি কে' চিৎকার করছিলেন। শিবকুমার যখন গাড়ি থেকে বেরোন, তখন তাঁর কাঁধে হাত রাখেন এক কংগ্রস কর্মী। তাঁর এই অনভিপ্রেত ব্যবহারে হঠাৎ ক্ষুব্ধ হয়ে উঠে সেই কর্মীকে চড় মারেন শিবকুমার। এই কংগ্রেস কর্মীকে চিহ্নিত করা হয়েছে। তিনি মিউনিসিপ্যাল সদস্য আলাউদ্দিন মণিয়ার।’

শিবকুমারকে কটাক্ষ অমিত মালব্যর

Latest Videos

শিবকুমারকে কটাক্ষ করে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘হাভেরির সাবানুর শহরে প্রচারের সময় কংগ্রেস মিউনিসিপ্যাল সদস্য আলাউদ্দিন মণিয়ারকে চড় মেরেছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। এবারই প্রথম কোনও কংগ্রেস কর্মীকে মারলেন না ডি কে। আলাউদ্দিনের অপরাধ? ডি কে শিবকুমার গাড়ি থেকে নামার সময় তাঁর কাঁধে হাত রাখেন এই কংগ্রেস কর্মী। আমি ভেবে পাই না কংগ্রেস কর্মীরা কেন কংগ্রেসের জন্য কাজ করতে চাইবেন? তাঁদের নেতারা চড় মারেন, অপমান করেন, নির্বাচনে প্রার্থী করেন না। নেতাদের পরিবারের সদস্যরাই প্রার্থী হন। দুর্নীতির অর্থ নেওয়ার জন্যই কি শুধু কংগ্রেস কর্মীরা আছেন? তাঁদের কি কোনও আত্মমর্যাদা নেই?’

 

 

তেলঙ্গানাতেও কংগ্রেস নেতার চড়

শিবকুমারের আগে তেলঙ্গানার নিজামাবাদের কংগ্রেস প্রার্থী টি জীবন রেড্ডি ভোটের প্রচারে গিয়ে এক মহিলাকে চড় মারেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রাজীব গান্ধির হত্যার আগে খবর পেয়েছিল ভারত! ভোটের আগে নয়া তথ্য নিয়ে তোলপাড়

Congress Vs BJP:কেন নরেন্দ্র মোদী গুজরাট থেকে ভোটে লড়েন না? কারণ জানালেন প্রিয়াঙ্কা গান্ধী

Sex Scandal: যৌন কেলেঙ্কারিতে অবশেষে পুলিশের জালে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে, আটক সিটের হাতে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee