CBSE Result: মাধ্যমিকের পর এবার CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশের পালা। রোল নম্বর, স্কুল নম্বর, এডমিট কার্ড আইডি ও জন্ম তারিখ ব্যবহার করে www.cbsc.gov.in ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে।
মাধ্যমিকের পর এবার CBSE-র পালা। সদ্য প্রকাশ পেয়েছে মাধ্যমিকের রেজাল্ট। এবার প্রকাশ পাবে CBSE অর্থাৎ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-র দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্ট।
211
জেনে নিন পরীক্ষার্থীরা কীভাবে রেজাল্ট চেট করবেন।
311
CBSE অর্থাৎ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-র দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্ট চেক করা যাবে মোবাইল ফোন দিয়ে। পরীক্ষার্থীরা সহজেই কয়টি ধাপ ফলো করে রেজাল্ট চেক করতে পারবে।
CBSE অর্থাৎ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-র দশম শ্রেণী রেজাল্ট দেখতে হলে প্রয়োজন আপনার রোল নম্বর, স্কুল নম্বর, এডমিট কার্ড আইডি, ডেট অফ বার্থ -র প্রয়োজন।
511
CBSE অর্থাৎ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-র দ্বাদশ শ্রেণীর রেজাল্ট জানতে দরকার আপনার রোল নম্বর, স্কুল নম্বর, এডমিট কার্ড আইডি।
611
দেখে নিন কীভাবে রেজাল্ট পরীক্ষা করবেন- প্রথমে আপনাকে www.cbsc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। এবার Results ক্লিক করুন। তারপর পেজে Secondary School Examination (class X) results 2025-র লেখার ওপর ক্লিক করুন।
711
তারপর Roll Number, School Number, Admit Card id এবং date of birth দিন। এবার সাবমিট করুন।
811
এদিকে CBSE অর্থাৎ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে রেজাল্ট পরবর্তী প্রক্রিয়ায় বদল আনা হয়েছে।
911
এবার থেকে এই ফলপ্রকাশের পরে যারা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করবেন তারা আবেদনের আজে নিজেদের মূল্যায়িত উত্তপত্র পাবেন। ফলে বড় বদল এল নিয়মে।
1011
এই বছর থেকেই বদল হচ্ছে এই নিয়েম। এবার থেকে উত্তরপত্রের ফোটোকপি আর উত্তরপত্র ভালোভাবে নিরীক্ষণ করার পরই নিতে হবে এই সিদ্ধান্ত।