১৩ বছর পর আড়াই গুণ বাড়ল ভাতা! সোমের সকালেই দুর্দান্ত খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য

Published : May 05, 2025, 09:57 AM IST

আরও একটি ভাতা বৃদ্ধি করা হল। সোমবার সকালেই সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মীরা। কয়েকদিন আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। এরপর আরও মাইনে বাড়ার সুখবর শোনাল রাজ্য। দীর্ঘ ১৩ বছর পর এই ভাতা বৃদ্ধি করা হল।

PREV
110

মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হয়েছিল আগেই। এবার এক বিশেষ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

210

দীর্ঘ ১৩ বছর পরে এই ভাতা বাড়ানো হল।

410

মে মাসের বেতনের সঙ্গেই ঢুকে যাবে এই অতিরিক্ত টাকা। ফলে জুন মাসে বেশি বেতন হাতে পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

510

এই ভাতায় সচিব, অতিরিক্ত সচিব, উপ-সচিব, স্টাফ অফিসার এবং সেকশন অফিসার, একান্ত সচিব, ব্যক্তিগত সহকারী, স্টেনোগ্রাফার, সেকশন অফিসারের পাশাপাশি সহকারী গ্রেড-২ এবং সহকারী গ্রেড-৩ কর্মচারীরাও সুবিধা পাবেন।

610

সাধারণ প্রশাসন বিভাগ থেকে একটি আদেশও জারি করা হয়েছে, যাতে লেখা আছে যে এই অর্থ মে মাসের বেতনে প্রদান করা হবে।

710

এদিকে সরকারের এহেন সিদ্ধান্তে সরকারি কর্মচারী খুশি। কারণ তারা ১৩ বছর পর এই সুবিধা পেয়েছেন।

810

আসলে, গত ১৩ বছর ধরে মন্ত্রকে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মন্ত্রক ভাতা বাড়ানো হয়নি।

910

এমন পরিস্থিতিতে এবার কর্মকর্তা-কর্মচারীদের মন্ত্রক ভাতা ২.৫৭ গুণ বৃদ্ধি করা হয়েছে।

1010

মধ্যপ্রদেশের মোহন যাদব সরকার কর্মচারীদের ‘মন্ত্রক ভাতা’ও বৃদ্ধি করেছে, যা মে মাসের বেতনের সঙ্গে যোগ করা হবে। আপনাকে জানিয়ে রাখি যে মন্ত্রকে নিযুক্ত সমস্ত কর্মচারী এর সুবিধা পাবেন। এক লাফে আড়াই গুণ বেড়েছে ভাতা।

click me!

Recommended Stories