Ration Card: বদল হচ্ছে নিয়ম, ৩১ মে-র আগে এই নিয়ম না মানতে বাতিল হবে রেশন কার্ড?

Published : May 05, 2025, 11:53 AM IST

Ration Card: ২০২৫ সালের ৩১ মে থেকে রেশন কার্ডের নতুন নিয়ম কার্যকর হবে। আধার ও মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক, নাহলে বন্ধ হবে রেশন। যোগ্যতা যাচাই করে নতুন করে দেওয়া হবে রেশন কার্ড।

PREV
113

ভারতে কোটি কোটি নাগরিকের জন্য বিরাট খবর। পরিবর্তন হচ্ছে রেশন কার্ডের নিয়ম। ২০২৫ সালের ৩১ মে থেকে নতুন নিয়ম মেনে দেওয়া হবে রেশন।

213

উপকারভোগীদের কাছে বিনমূল্যে রেশন ও অন্যান্য সুবিধা পোঁছে দিতে নতুন নিয়ম চালু হচ্ছে।

313

রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। সঙ্গে মোবাইল নম্বর নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। তা না হলে মিলবে না রেশন।

413

ডুপ্লিকেট রেশন কার্ড বাতিল করা হতে চলেছে বলে খবর। 

513

এবার থেকে নতুন করে যোগ্যতা যাচাই করে দেওয়া হবে রেশন কার্ড। যারা প্রকৃতপক্ষে দারিদ্রসীমার নীচের মানুষ, তারাই পাবেন রেশন।

613

বর্তমানে রেশন কার্ড নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। যারা এই কার্ড নিয়ে যাচাই করা হবে। যারা যোগ্য নয় তাদের কার্ড বাতিল হতে পারে।

713

৩১ মে-র মধ্যে আধার ও রেশন কার্ড লিঙ্ক না করালে মিলবে না রেশন। জেনে নিন কীভাবে আধার লিঙ্ক করবেন।

813

সবার আগে আপনার নিকটস্থ রেশন দোকানে যান। কিংবা সিএসসি সেন্টারের মাধ্যমে আধার ও মোবাইল লিঙ্ক করতে পারেন।

913

খাদ্যবিভাগের ওয়াবসাইটে গিয়ে ওটিপি যাচাইয়ের মাধ্যমে এই লিঙ্ক করা হয়ে থাকে।

1013

এই লিঙ্ক করাতে রেশন কার্ড, সদস্যের আধার কার্ড প্রয়োজন। সঙ্গে নিয়ে যেতে হবে আপনার মোবাইল।

1113

চাইলে নিজেও এই কাজ করতে পারেন। সবার আগে রাজ্যের খাদ্য বিভাগের ওয়েবসাইটে যান। সেখানে রেশন কার্ডের অবস্থা যাচাই করুন- এই অপশনে ক্লিক করুন।

1213

আপনার স্ট্যাটাস দেখাবে - সক্রিয় বা নিষ্ক্রিয়। এবার আপনি পর পর স্টেপ ফলো করে আপনার আধার নম্বর ইনপুট করুন।

1313

এই নতুন নিয়মে যেমন উপকৃত হবে দরিদ্ররা। তেমনই যাদের ভুয়ো কার্ড ছিল তাদের কার্ড বাতিল হতে পারে।

click me!

Recommended Stories