মহার্ঘ ভাতা ছাড়াও যে সকল ভাতা বৃদ্ধি পেতে চলেছে সেই সকল ভাতাগুলি হল এইচআরএ অর্থাৎ বাড়ি ভাড়া বাবদ ভাতা, পরিবহন ভাতা অর্থাৎ যাতায়াতের জন্য সরকারের তরফ থেকে যে খরচ দেওয়া হয়, বাসস্থান, ডেপুটেশন, স্প্লিট ডিউটি, খাবার, পোশাক ইত্যাদি নানান ধরনের ভাতা।