জানা গিয়েছে, এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হচ্ছে যখন দেশে খাদ্যের দাম প্রচুর বৃদ্ধি পাচ্ছে। কারণ, খারাপ আবহাওয়া ফসলের ক্ষতি করছে এবং সরবরাহ ব্যাহত করছে। টমেটো, পেঁয়াজ এবং আলু, যা বেশিরভাগ পরিবারের প্রধান খাদ্য, অনিয়মিত বৃষ্টিপাত, তাপপ্রবাহ এবং অসময়ের ঝড়ের সবচেয়ে বড় শিকার হয়ে উঠেছে। এরফলে জোগান কমায় অনিয়ন্ত্রিত ভাবে দাম বেড়েই চলেছে এই সব সবজির।