ভারতের নাগরিক হতে চান? CAA-র মাধ্য়মে আবদন করতে গেলে এইগুলি অবশ্যই লাগবে

Published : Sep 03, 2025, 04:44 PM IST

কেন্দ্রীয় সরকার CAA-র অধীনে নাগরিকত্বের আবেদনের মেয়াদ একধাক্কায় ১০ বছর বাড়িয়ে দিয়েছে। স্বারাষ্ট্রমন্ত্রকেরপক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেখুন আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলি। 

PREV
15
নাগরিকত্বের আবেদন

কেন্দ্রীয় সরকার CAA-র অধীনে নাগরিকত্বের আবেদনের মেয়াদ একধাক্কায় ১০ বছর বাড়িয়ে দিয়েছে। স্বারাষ্ট্রমন্ত্রকেরপক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েচে ২০২৪ সালের ৩১ ডিসেম্বের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল থেকে ধর্মীয় কারণে ভারতে আসা হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধরা ভারতের নাগরিকত্বের জন্য আবেন জানাতে পারবেন।

25
CAA-তে আবেদন

ভারতীয় নাগরিকত্বের জন্য CAA-তে আবেদন জানাতে হলে কয়েকটি নথি জরুরি। সেগুলি কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিতে হবে। তারভিত্তেই সংশ্লিষ্টদের নাগরিকত্ব প্রদান করবে ভারত সরকার। কিন্তু কী কী নথি লাগবে ভারতীয় নাগরিকত্বের আবেদনের জন্য? এক নজরে ছবিতে দেখুন সেগুলি।

35
নাগরিকত্বের প্রমাণ

আবেদনকারী বা আবেদনকারীরা যে দেশ থেকে এসেছে সেই দেশের অর্থাৎ আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান সরকারের জারি করা পাসপোর্ট। সংশ্লিষ্ট দেশের জারি করা জন্মের সংশাপত্র। সরকারি আইডি। কোনও স্কুল বা কলেজের শংসাপত্র। সংশ্লিষ্ট দেশের লাইসেন্স। জমির রেকর্ড বা অন্যান্য নথি প্রয়োজন।

45
ভারতে প্রবেশের তারিখ

সংশ্লিষ্ট ব্যক্তি কোন দেশ থেকে কবে অর্থাৎ কত তারিখে ভারতে প্রবেশ করেছে তার নথি। সেই তারিখের জন্য প্রয়োজনীয় ভিসা বা সংশ্লিষ্ট প্রবেশের নথি। তবে CAA-র মাধ্যমে আবেদনের জন্যে মেয়াদ বাড়িয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর করা হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তিতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বের আগে বৈধভাবে ভারতে প্রবেশ করতে হবে।

55
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

অন্য়ান্য গুরুত্বপূর্ণ নথির মধ্য়ে থাকছে- 

  • আবেদনকারীর নিজস্ব ইমেল আইডি, মোবাইল নম্বর- এগুলি ব্যবহার করে আবেদনকারীকে অনলাইন লগইন করতে হবে।
  • নথিপত্র জমা দেওয়ার পরে আনুগত্যের শপথ গ্রহণ করতে গবে।
  • আবেদনকারীকে তার যোগ্যতা প্রমাণের জন্য সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
Read more Photos on
click me!

Recommended Stories