বাংলার কর্মীদের DA বৃদ্ধির টানাপোড়েনের মধ্যেই মোদীর ছক্কা! চাকরি পেলেই মিলবে ১৫ হাজার টাকা ভাতা!

Published : Jul 07, 2025, 09:41 AM IST

চাকরি পেতে চলা সদ্য যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর অপেক্ষা করছে। ভারতের কোটি কোটি তরুণ-তরুণীর জন্য এবার বিরাট পদক্ষেপ কেন্দ্র সরকারের। কেন্দ্রীয় মন্ত্রীসভা আনুষ্ঠানিকভাবে চাকুরীজীবীদের হাতে পাবে ১৫ হাজার টাকা দেওয়া সিদ্ধান্ত নিয়েছে।

PREV
114

দুর্দান্ত খবর কেন্দ্রীয় সরকারি চাকরি পেতে চলা যুবক যুবতীদের জন্য।

214

বাংলার কর্মীদের DA বৃদ্ধির টানাপোড়েনের মধ্যেই মোদীর ছক্কা! চাকরি পেলেই মিলবে ১৫ হাজার টাকা ভাতা!

414

কেন্দ্রীয় মন্ত্রীসভা আনুষ্ঠানিকভাবে চাকুরীজীবীদের হাতে পাবে ১৫ হাজার টাকা দেওয়া সিদ্ধান্ত নিয়েছে।

514

চাকরি পেতে চলা সদ্য যুবক-যুবতীদের জন্য এবার কেন্দ্রীয় মন্ত্রীসভা আনুষ্ঠানিকভাবে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের (ELI Scheme) অনুমোদন দিল।

614

আর এই স্কিমের আওতায় দেশের ১.৯২ কোটি যুবক-যুবতী প্রথমবার চাকরি পেয়েই হাতে পাবে ১৫ হাজার টাকা।

714

কী এই এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম?

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যারা জীবনে প্রথমবার চাকরিতে যোগদান দিয়েছেন, তাদের উৎসাহ দিতেই এই স্কিম চালু করা হচ্ছে। আর এই স্কিম শুধুমাত্র আর্থিক সাহায্যের জন্য নয়, বরং আত্মনির্ভর হয়ে ওঠারও পদক্ষেপ।

814

বলে রাখি, মোদী সরকারের পাঁচটি যুবকেন্দ্রিক প্রকল্পের মধ্যে এটি একটি, যার আওতায় ৪.১ কোটি যুবককে কাজ, স্কিল ডেভেলপমেন্ট এবং নানারকম সুবিধা প্রদান করা হয়।

914

কত টাকা মিলবে এই স্কিমে?

জানা যাচ্ছে, চাকরি পেয়ে প্রথমবার EPFO-তে যুক্ত হলেই এই স্কিমের আওতায় ১৫ হাজার টাকা পাওয়া যাবে।

1014

তবে হ্যাঁ, দুটি কিস্তিতে টাকা দেওয়া হবে। প্রথম কিস্তি দেওয়া হবে চাকরি শুরুর ছয় মাস পর। আর দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ১২ মাস শেষে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম শেষ করার পর।

1114

আর এই টাকা সরাসরি PF অ্যাকাউন্টে ঢুকে যাবে, যা ভবিষ্যতে সঞ্চয়ের জন্যই কাজে লাগবে।

1214

এই স্কিম শুধুমাত্র চাকরিপ্রার্থীদের জন্য নয়, বরং কোম্পানিগুলিকেও সাহায্য করবে। কারণ, প্রতিটি নতুন নিয়োগ করা কর্মীর জন্য তারা ৩০০০ টাকা অবধি সরকারের কাছ থেকে অনুদান পাবে।

1314

এমনকি যাদের মাসিক বেতন ১০ হাজার টাকার নীচে, তাদের জন্য বিশেষ আর্থিক সহায়তাও দেওয়া হবে।

1414

কারা এই স্কিমের যোগ্য?

জানিয়ে রাখি, এই স্কিমে যারা প্রথমবার চাকরিতে যোগদান দিচ্ছে, তারাই আবেদন করতে পারবে। পাশাপাশি যাদের মাসিক বেতন ১ লক্ষ টাকার কম এবং যারা প্রথমবার EPFO-তে যুক্ত হচ্ছে, তারাও আবেদন করতে পারবে। শুধু তাই নয়, কমপক্ষে ছয় মাস নির্দিষ্ট কোম্পানিতে কাজ করতে হবে।

Read more Photos on
click me!

Recommended Stories