Ind Vice President Election 2025: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জুলাই মাসেই উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তাহলে তার পরবর্তী উত্তরসূরি কে হতে চলেছেন? শুরু তোড়জোড়। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
সেপ্টেম্বর মাসেই ভারতের পরবর্তী উপ রাষ্ট্রপতি কে হবেন তা বাছাইয়ে হবে নির্বাচন। তার আগে উপ রাষ্ট্রপতি নির্বাচনে কে হবেন বিজেপির পদ প্রার্থী সেই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি গেরুয়া শিবির। প্রার্থী বাছাই নিয়ে বিজেপির অন্দরে চলছে চলছে জোরচর্চা।
25
উপ রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে এগিয়ে কারা?
জানা গিয়েছে, ভারতের পরবর্তী উপ রাষ্ট্রপতি কে হবেন সেই বিষয়ে একাধিক নাম উঠে আসলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি। তবে হাওয়ায় ভাসছে বেশকিছু রাজ্যের রাজ্যপালের নাম। জল্পনা শোনা যাচ্ছে আরএসএস-এর অন্দরের কেউ হতে পারেন দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী।
35
বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক
এই বিষয়ে অলোচনার জন্য রবিবার বৈঠকে বসতে চলেছে বিজেপির সংসদীয় বোর্ড। সূত্রের খবর, আবার মঙ্গলবার বৈঠকে বসবে NDA শরিকরা। সবকিছু ঠিকঠাক থাকলে ওই বৈঠক থেকেই বাছাই হতে পারে ভারতের উপ রাষ্ট্রপতি নির্বাচনের জগদীপ ধনখড়ের পরবর্তী উত্তরসূরি হিসেবে পদপ্রার্থীর নাম।
সূত্রের খবর, ভারতের পরবর্তী উপ রাষ্ট্রপতি হিসেবে সম্ভাব্য প্রার্থীর নামের তালিকায় উঠে আসছে বেশকিছু উল্লেখযোগ্য নাম। তাদের মধ্যে রয়েছে- দিল্লির গর্ভনর ভিকে সাক্সেনা। বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত। কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। এছাড়াও রয়েছে-সিকিমের রাজ্য়পাল ওম মাথুর। জম্মু ও কাশ্মীরের গর্ভনর মনোজ সিনহা।
55
ভারতে কবে উপ রাষ্ট্রপতি নির্বাচন?
ভারতের সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের অধীনে নির্বাচন কমিশন উপ-রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বে থাকে। এই নির্বাচন অনুষ্ঠিত হয় The Presidential and Vice-Presidential Elections Act, 1952 ও Presidential and Vice-Presidential Elections Rules, 1974 অনুযায়ী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসেই হবে উপ রাষ্ট্রপতি নির্বাচন।