Chandrayaan 3: চন্দ্রযান ৩-এর চাঁদের মাটি ছুতে আর কতদিনের অপেক্ষা? দিনক্ষণ জানাল ইসরো

ইতিমধ্যেই ইসরো জানিয়েছে একেবারে চাঁদের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারতের এই মহাকাশযান, কমেছে গতিও।

চন্দ্রযান ৩ কবে ছুতে পারবে চাঁদের মাটি? ১৪০ কোটি ভারতবাসীর প্রতিক্ষা এখন এটাই। ইতিমধ্যেই ইসরো জানিয়েছে একেবারে চাঁদের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারতের এই মহাকাশযান, কমেছে গতিও। এবার অবশেষে চন্দ্রযান ৩-এর চাঁদের বুকে অবতরণের দিনক্ষন জানিয়ে দিল ইসরো। ইসরোর শেষ ডি বুস্টিং সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। ইসরো জানাচ্ছে এই মুহূর্তে ২৫ কিমি x ১৩৪ কিমি কক্ষপথে অবস্থান করছে চন্দ্রযান ৩। আগামী ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩ অবতরণ করতে চলেছে বলে জানাচ্ছে ইসরো। ইসরোর পক্ষ থেকে ল্যান্ডারটির অবস্থা সুস্থ সবল রয়েছে বলেই জানানো হচ্ছে। এখন পর্যন্ত পরিকল্পনা মাফিকই চলছে সব। উল্লেখ্য চাঁদের কাছে পৌঁছনর পরই এক ধাক্কায় কমেছিল চন্দ্রযানের গতি।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর প্রাক্তন বিজ্ঞানী ও পদ্মশ্রী বিজয়ী এম আন্নাদুরাই এটিকে একটি মাইলফলক বলে মনে করছেন। তিনি বলেছেন যে পরবর্তী গুরুত্বপূর্ণ পর্যায়টি হবে শেষ ১৫-২০ মিনিট, যখন ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুতে নির্ধারিত স্থানে অবতরণ করবে। তিনি বলেন, 'মহাকাশযানটিকে নরম ভূমিতে আসতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগবে। এটি একটি স্ব-পরিচালিত কার্যক্রম হবে। ISRO-এর মিশন বিজ্ঞানীরা এটির একদিন আগে অর্থাৎ ২২ আগস্ট এটি প্রোগ্রাম করবেন, তবে বিক্রমের অবতরণ হবে স্ব-পরিচালিত।

Latest Videos

সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিতে গিয়ে এই বিজ্ঞানী বলেন, 'এটি শুরু এবং সামনের সবকিছু খুব সাবধানে দেখতে হবে। আমরা লঞ্চ ভেহিকেল এবং তারপরে প্রপালশন সিস্টেম (বিচ্ছেদ) থেকে বড় মাইলফলক অতিক্রম করেছি। এখন আসল ম্যাচ শুরু হয়েছে।' তিনি আরও বলেন, 'এগুলো শেষ ওভারের কথা বলছি। আমি মনে করি এটি একটি দুর্দান্ত মুহূর্ত। বিক্রম কী করবে এবং প্রজ্ঞান যখন বেরিয়ে আসবে তখন কী করবে তা দেখার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছে। আমিও উত্তেজিত হয়ে অপেক্ষা করছি।'

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari