From The India Gate: বীর সাভারকার ছিলেন অতি বামমনস্ক! দাবি এলডিএফ আহ্বায়কের

ইন্ডিয়া গেট থেকেঃ রাজনৈতিক মহলে প্রকাশ্যে যেমন অনের কিছু ঘটে তেমনই পর্দার আড়ালেও অনেক ঘটনা ঘটে যায়। মতামত প্রকাশ থেকে ক্ষমতা দখলের খেলা- যার একটি রাজনৈতিক ভিত্তি থাকে। এশিয়ানেট নিউজ নেটওয়ার্কের মাধ্যমে সেই জাতীয় খবরগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি।

ভারতের রাজনীতির অন্তরমহলে প্রতি সপ্তাহেই অনেক ঘটনা ঘটে। তারই কয়েকটি পাঠকদের কাছে পেশ করার চেষ্টা করে এশিয়ানেট নিউজ বাংলা। এবারও From The India gate এর ৩৮-তম এপিসোডে রইল তেমন কিছু টানাপোড়েনের কথা।

অর্থবহ হয়ে উঠছে নীরবতা

Latest Videos

কর্ণাটকে বিরোধী দলনেতা কে হবেন, সেটা এখনও ঠিক করে উঠতে পারল না বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জে পি নাড্ডা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে আশ্বাস দিয়েছেন, 'অধিক মাস'-এর পরেই দলের রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা ঠিক হবে। কিন্তু কে বিরোধী দলনেতা হবেন আর কেই বা রাজ্য সভাপতি হবেন, সেটা নিয়ে কর্ণাটক বিজেপি-তে জল্পনা অব্যাহত। বিজেপি সূত্রে খবর, শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হবে। তারপরেই কর্ণাটকে বিরোধী দলনেতা ও কোর কমিটি ঠিক হবে। কিন্তু সেটা কবে হবে কেউই বলতে পারছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। বিজেপি-র প্রবীণ নেতারা বলছেন, কর্ণাটকে দলের হারে হতাশ মোদী। সেই কারণেই তিনি কর্ণাটকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন না।

কথার চেয়ে কাজ বেশি

কর্ণাটকের বিষয়ে নীরব থাকলেও, দক্ষিণ ভারতের এই রাজ্যে হার থেকে শিক্ষা নিয়ে মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, রাজস্থান, তেলঙ্গানা ও মিজোরামে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন মোদী। সংশ্লিষ্ট রাজ্যগুলির নিচুতলার অবস্থা বোঝার জন্য তিনি দলের নেতাদের সঙ্গে ৩ ঘণ্টা বৈঠক করেছেন। মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী প্রার্থী থাকছেন শিবরাজ সিং চৌহানই। তবে ছত্তীশগড়ে দল যৌথ নেতৃত্বের কথা বলছে। রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সঙ্গে কী করা হবে, সেটা স্পষ্ট নয়। যদিও রাজস্থানে ক্ষমতায় ফেরার ব্যাপারে নিশ্চিত বিজেপি। তবে ছত্তীশগড়, মিজোরাম নিয়ে চিন্তিত নেতৃত্ব।

কমরেড বিনায়ক দামোদর সাভারকার

বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে সম্প্রতি ভারতীয় রাজনীতিতে বিস্তর চর্চা হয়েছে। এবার নতুন বিতর্ক তৈরি করলেন কেরালার এলডিএফ জোটের আহ্বায়ক ই পি জয়রাজন। তাঁর দাবি, 'সাভারকার অতি বাম আদর্শ অনুসরণ করতেন। তিনি সেই আদর্শ নিয়েই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি আন্দামানে কারাবন্দি হন। তিনি জানতেন ভাগ্য ঠিক হয়ে গিয়েছে। সাভারকার যখন সেলুলার জেলে ছিলেন, তখন হিন্দু মহাসভার নেতারা তাঁর সঙ্গে কথা বলেন। তাঁরা ব্রিটিশদের কাছে ক্ষমাপ্রার্থনা করতে বলেন। সাভারকার সেই পরামর্শ মেনে জেল থেকে মুক্তি পান।' 

কেসিআর বনাম কেসিআর

তেলঙ্গানার রাজনীতিতে নাম নিয়ে নতুন লড়াই শুরু হয়েছে। ‘পুষ্পা’ আল্লু অর্জুনের শ্বশুর কে চন্দ্রশেখর রেড্ডি এবার নাগার্জুন সাগর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চান। তিনি 'কেসিআর' নামে একটি ফাউন্ডেশন চালু করেছেন। এই নামের সঙ্গে অনেকেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে গুলিয়ে ফেলছেন। কারণ, তাঁর নামেও যে রয়েছে 'কেসিআর'। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এই নামেই পরিচিত। ফলে এখন তেলঙ্গানার রাজনীতিতে নাম নিয়ে চর্চা চলছে। নামেই বাজিমাত করতে চাইছেন বিখ্যাত অভিনেতার শ্বশুর।

আরও পড়ুন-

'জেলার' এর সাফল্য পেতেই পা ছুঁয়ে যোগীর আশীর্বাদ চাইলেন রজনীকান্ত - দেখুন ভিডিও

onion price:সেপ্টেম্বর থেকে বাড়তে পারে পেঁয়াজের দাম, তার আগেই ৪০ শতাংশ রফতানি শুল্ক আরোপ কেন্দ্রের

Sonu Sood : হিংসাবিধ্বস্ত নুহতে বিশ্ববিদ্যালয় গড়ার ডাক অভিনেতা সোনু সুদের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন