Chandrayaan 3: রাত্রি পর্যায়ের আগে নতুন ছবি প্রকাশ করল ইসরো, দেখে নিন চন্দ্রপৃষ্টের নতুন ছবি

এই ছবিটি চন্দ্রপৃষ্ঠের ত্রিমাত্রিক ছবি। তবে এটি দেখার জন্য আপনাকে পড়তে থ্রি-ডি গ্লাস।

Ishanee Dhar | Published : Sep 5, 2023 3:02 PM IST

ফের প্রকাশ্যে এল চাঁদের নতুন ছবি। মঙ্গলবার বিকেলেই চন্দ্রযান ৩-এর নতুন ছবি প্রকাশ করল ইসরো। এই ছবিটি চন্দ্রপৃষ্ঠের ত্রিমাত্রিক ছবি। তবে এটি দেখার জন্য আপনাকে পড়তে থ্রি-ডি গ্লাস। এবার রোভার প্রজ্ঞানের ক্যামেরায় ধরা পড়ল বিক্রম সহ চন্দ্রপৃষ্ঠের ছবি। সেই ছবি ইসরোর এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। এই ছবিকে বলা হচ্ছে 'অ্যানাগ্লিফ'। মূলত একসঙ্গে এগুলোকে বলা হয় নাভকাম স্টোরিও ছবি।

 

Latest Videos

 

আর চারদিন পরই রাত্রি পর্ব শুরু হবে চাঁদের। সেই সঙ্গে চিরঘুমে ঘুমিয়ে পড়বে প্রজ্ঞান ও বিক্রম। পৃথিবীর হিসেবে ১৪ দিন অর্থাৎ এক চন্দ্রদিবস সূর্যের আলো থাকে চাঁদে। চাঁদে এক দিন সম্পন্ন হয় পৃথিবীর ১৪ দিনে। তার পর সূর্য ডুবে যায়। এই পর্বে সৌরশক্তি না মেলায় এবং প্রবল ঠান্ডার কারণে অকেজো হয়ে পড়বে বিকেম ও প্রজ্ঞান। এই রাত্রি দশাও চলবে ১৪ দিন। রাত শেষে চাঁদে আবার সূর্য উঠলে বিক্রম বা প্রজ্ঞানকে আবার বাঁচিয়ে তোলা সম্ভব কি না, তা চেষ্টা করে দেখা যাবে। যদিও তার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

বিক্রমের পেটে করে চাঁদে গিয়েছে মোট চারটি পেলোড। এগুলি হল, রম্ভা - রেডিয়ো অ্যানাটমি অফ মুন বাউন্ড হাইপারসেন্সিটিভ আয়োনোস্ফিয়ার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার।

এই রাত্রিকালীন দশায় চাঁদের মাটিতে ইসরোর বিজ্ঞানীদের ভরসা হয়ে উঠতে পারে এই এলআরএ। এর কাজ শুরু হয় বাকিরা ঘুমিয়ে পড়লে। উল্লেখ্য, এই পেলোডটি বানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার গড্‌ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে তৈরি করা হয়েছে এলআরএ। কোনও রকম বিদ্যুৎ বা সৌরশক্তি ছাড়াই কাজ করতে পারে এই এলআরএ। অন্যদের কাজ শেষ হলেই সে তার কাজ শুরু করবে।

Share this article
click me!

Latest Videos

সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন তাঁরা
'এখনও, যদি কেউ! ভূতে মেরে দিয়ে গেল নাকি!' ঝাঁঝিয়ে উঠে যা বলে দিলেন দিলীপ | Dilip Ghosh | RG Kar News
'জাস্টিস ফর আরজি কর' ৫ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের জনগর্জন | Doctors Protest | RG Kar Protest |
দেশের সম্প্রতিক অবস্থা নিয়ে চিন্তিত দেশবন্ধুর উত্তরসূরি প্রসাদ রঞ্জন দাশ, দেখুন কী বললেন | RG Kar
অনুদান ফেরালো মহিলারা! 'পরের বছর যদি না দেয় দেবে না' সাফ জানিয়ে দিল পুজো কমিটি | RG Kar Protest |