যান্ত্রিক ত্রুটির ভ্রুকুটি উড়িয়ে জুলাইয়ের শেষেই চাঁদে পাড়ি জমাবে চন্দ্রযান ২

  • জুলাইয়ের শেষেই চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমাবে চন্দ্রযান ২
  •  যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ জুলাই উৎক্ষেপণ আটকে গিয়েছিল চন্দ্রযান ২-এর
  •  ইসরোর বৈজ্ঞানিকেরা সেই ত্রুটির মেরামত করতে সক্ষম হয়েছেন
  •  এর আগে মাত্র তিনটি দেশ পাড়ি জমিয়েছে চন্দ্রলোকে 

উৎক্ষেপণের ৫৬মিনিট আগে থমকে গিয়েছিল উড়ান।  তবে কি এখানেই ইতি? প্রশ্নচিহ্নে্র মুখে এসে দাঁড়িয়েছিল  চন্দ্রযান প্রকল্প। একরাশ উৎকণ্ঠাকে সঙ্গী করে তাকিয়েছিল গোটা দেশ।  অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইসরোর তরফ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল জুলাই-এর শেষের দিকেই উৎক্ষেপণ হবে গর্বের চন্দ্রযানের।

সূত্র মারফত জানা গিয়েছে, যে যান্ত্রিক গোলযোগের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছিল গোটা পরিকল্পনা, সেটিকে সারানো সম্ভব হয়েছে। তার ফলে জুলাইয়ের শেষেই মহাশূন্যে পাড়ি জমাতে পারবে চন্দ্রযান ২। 
ঠিক ছিল ১৫ জুলাই রাত্রি দুটো বেজে একান্ন মিনিটে  উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের উদ্যেশ্যে পাড়ি জমাবে চন্দ্রযান। 'টি মাইনাস' ৫৬.২৪, অর্থাৎ মাহেন্দ্রক্ষণের ছাপ্পান্ন মিনিট ২৪ সেকেন্ড আগে ধরা পড়ে যান্ত্রিক গোলযোগ। সম্পূর্ণ প্রকল্পের সলিল-সমাধি রুখতে তৎক্ষণাৎ উৎক্ষেপণ বাতিল করে ইসরো।  

Latest Videos

ইসরোর তরফ থেকে বি আর গুরুপ্রসাদ জানিয়েছিলেন 'টি মাইনাস' ৫৬ মিনিটে একটি যান্ত্রিক গোলযোগ তাদের নজরে আসে। সতর্কতামূলক ব্যাবস্থা হিসেবে অনির্দিষ্টকালের জন্য চন্দ্রযান ২ অভিযান মুলতুবি রাখা হয়েছে। ইসরোর পরিকল্পনা অনুযায়ী চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ২। মূলত মেরু অঞ্চলের ৫০০ মিটার ভূপৃষ্ঠের মাটির ওপর গবেষণা চালাবে প্রজ্ঞান বলে একটি ল্যান্ড রোভার।   'এভ্যেঞ্জার্স এন্ডগেম' এর থেকেও স্বল্পমূল্যের , ৯৭৮ কোটি টাকার চন্দ্রযান ২ প্রকল্প সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি। ইসরোর সর্ববৃহৎ প্রকল্প চন্দ্রযান ২ সফল হলে ভারত পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখবে। 

এর আগে মাত্র তিনটি দেশ- সোভিয়েত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং গণ-প্রজাতন্ত্রী চিন সফল চন্দ্র অভিযান করতে সমর্থ হয়েছে। জিএসএলভি এমকে ৩ রকেটের পিঠে চড়ে চাঁদের উদ্যেশ্যে পাড়ি জমাবে স্বপ্নের চন্দ্রযান ২। এর আগেও ইসরো এই জিএসএলভি এমকে  ৩ রকেট ব্যাবহার করে সফল ভাবে বহু কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ করেছে।
  
 

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের মারধরে আপনি চুপ কেন? মমতাকে প্রশ্ন Adhir Ranjan Chowdhury-র
Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
'আখতার আলীর চরম সর্বনাশ করবে তৃণমূল', আশঙ্কা প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর | Adhir Ranjan Chowdhury
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram
সন্ধ্যা হতেই ভয়ে কেউ বেরচ্ছে না! কুলতলির বাঘ এখন কোথায় জানেন! দেখুন | Kultali Tiger Video