হোম লোনের ওপর ৪ শতাংশ ছাড় দেবে সরকার। মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ মোদীর সরকার। সদ্য প্রকাশ্যে এসেছে এমনই খবর। এবার হোম লোন নিতে গেলে পেতে পারেন বাড়তি সুবিধা। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পকে আনা হয়েছে বিশেষ সুবিধা। যাতে সুদের ওপর ৪ শতাংশ সাবসিডি পাবেন সাধারণ মানুষ।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে মধ্যে এক উল্লেখযোগ্য উদ্যোগ হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। সদ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা- শহর (PMAY-U) ২.০-র অনুমোদন দিয়েছে সরকার। যা দ্বারা মধ্যবিত্ত এবং গরীব ঘরের লোকজন বিশেষ সুবিধা পেতে চলেছেন। এই প্রকল্পে ৮ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনের ওপর ৪ শতাংশ ছাড় দেওয়া হবে।
অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণী (EWS), নিম্ন আয়ের গ্রুপ (LIG), মধ্যম আয়ের গ্রুপ (MIG) পরিবারের সদস্যরা উপকৃত হবেন। আগামী পাঁচ বছরে এই প্রকল্পের মাধ্যমে ১ কোটি গরীব ও মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্রীয় সাহায্য প্রদান করা হবে। ২.৩০ লক্ষ কোটি টাকা সরকারের তরফে এই প্রকল্পে বিনিয়োগ করা হবে যা ৮ লক্ষ টাকা পর্যন্ত। আর তাতেই মিলবে ৪ শতাংশ সপদ সাবসিডি। প্রকল্পের আওতায় ৩৫ লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের বাড়ির জন্য ২৫ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন। এতে ১২ বছরের মেয়াদে প্রথম ৮ লক্ষ টাকা ঋণের ওপর ৪ শতাংশ সুদ ছাড় পাবেন। তবে, এই সুযোগ সবার জন্য না। যাদে প্রতি বছরে এককালীন আয় ১.৮০ লক্ষ তারাই এই সাবসিডির সুবিধা পেতে পারেন।