পুরীতে রথের রশিতে পড়ল টান, শুরু হল জগন্নাথদেবের মাসির বাড়ির পথে যাত্রা

Indrani Mukherjee |  
Published : Jul 04, 2019, 05:10 PM ISTUpdated : Jul 04, 2019, 05:14 PM IST
পুরীতে রথের রশিতে পড়ল টান, শুরু হল জগন্নাথদেবের মাসির বাড়ির পথে যাত্রা

সংক্ষিপ্ত

রথের রশিতে পড়ল টান শুরু হল জগন্নাথদেবের মাসির বাড়ির পথে যাত্রা মহা সমারোহে যাত্রা করছে রথ চারিদিক মুখরিত হয়ে উঠেছে জয় জগন্নাথ ধ্বনিতে

দেশজুড়ে সাড়ম্বরে রথযাত্রা পালিত হওয়ার পাশাপাশি ভক্তদের সমাগমে জমে উঠেছে পুরী। অবশেষে হল প্রতীক্ষার অবসান। পুরীর রথের রশিতে পড়ল টান। ইতিমধ্যেই সকাল থেকে কয়েক হাজার তীর্থযাত্রীদের সমাগম হয়েছে পূর্ণভূমি পুরী। সকাল থেকে পালা করে করে দফায় দফায় একাধিক আচার-অনুষ্ঠান পালন হয়ে যাওয়ার পর  জগন্নাথ, বলভদ্র ও শুভদ্রার রথ চলতে শুরু করেছে।

আজ সকাল থেকেই হাজার হাজার ভক্তের  সমাগম হয়েছে এই পুরীর বাদাদন্দ বা গ্র্যান্ডরোডে। সকাল থেকেই হরিবোল ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল চারিদিক। সেই সঙ্গে 'জয় জগন্নাথ' ধ্বনি বাতাসে এক বিশেষ মাত্রা যোগ করেছিল। প্রায় কয়েশো বছরের সুপ্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সেখানকার রাজবংশের ইতিহাস। সেই ইতিহাসও বহু বছরের ঐতিহ্যমণ্ডিত এবং সেই ইতিহাস পুরীর মানুষের কাছে এখনও প্রচন্ড গর্বের। ভারত স্বাধীন হওয়ার পর পুরীতে রাজার রাজত্বের অবসান হলেও এখনও রীতি মেনে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে দেন পুরীর রাজা। 

আরও পড়ুন- রীতি-নীতি ও ঐতিহ্য মেনে আজ পুরীতে রথযাত্রা উৎসব

অগণিত ভক্তের সমাগমে জগন্নাথ, বলরাম এবং শুভদ্রার রথ এগিয়ে চলেছ। প্রতি বছরের মতো এবারেও ভক্তদের সমাগমে মন্ত্র উচ্চারণে, একটা দৈবিক আবহ তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে তিনটি রথ।  

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট