Holiday List: এক নজরে দেখে নিন আগামী বছর কী কী ছুটি দিচ্ছে কেন্দ্রীয় সরকার, ক্লিক করুন এখানে

বছর ঘোরার আগেই ছুটির তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এক নজরে দেখে নিন ছুটির তালিকা।

 

Saborni Mitra | Published : Oct 19, 2024 11:03 AM IST

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। বছর ঘোরার আগেই কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করছে। দিল্লি ও দিল্লির বাইরে থাকা কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক অফিসগুলি ১২টি ঐচ্ছিক ছুটির মধ্যে থেকে তিনটি ছুটির পাশাপাশি নিম্নলিখিত ছুটিগুলি নিতে পারবে।

কেন্দ্রীয় সরকার যে ছুটিগুলি দিচ্ছে সেগুলি হলঃ

Latest Videos

১। সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস

২। স্বাধীনতা দিবস

৩। মহাত্মা গান্ধীর জন্মদিন

৪। বুদ্ধ পূর্ণিমা

৫। ক্রিসমাস বা বড়দিন

৬। দশেরা বা বিজয় দশমা

৭। দীপাবলি বা দিওয়ালি

৮। গুড ফ্রাইডে

৯। গুরুনানকের জন্মদিন

১০। ইদুল ফিরত বা ঈদ

১১। ইদু-জোহা

১২। মহাবীর জয়ন্তী

১৩। মহরম

১৪। নবী মোহাম্মদের জন্মদিন

১২টি টি ঐচ্ছিক ছুটি হলঃ

১। দশেরার একটি অতিরিক্ত ছুটি

২। হোলি

৩। জন্মাষ্টমী

৪। রাম নবমী

৫। মহা সাবিত্রী

৬। গণেশ চতুর্থী

৭। মকর সংক্রান্তি

৮। রথ যাত্রা

৯। ওনাম

১০। পঙ্গোল

১১। শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী

১২। বিষু, বৈশাখী, ভোগ বিহু-এগুলি

 

Share this article
click me!

Latest Videos

'স্বাস্থ্যসাথী কার্ড একটা ভুয়ো কার্ড!’ Suvendu-র ফোঁস Mamata-কে! দেখুন কী বললেন | Suvendu Adhikari
মমতার এই সিদ্ধান্তের জন্যই আজ বাংলার প্রবীণ নাগরিকদের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী! | PM Modi
'ভুয়ো! রাজ্যের বাইরে চলেনা, অবিলম্বে আয়ুষ্মান ভারত যোজনা চালু করুন মমতা' | Suvendu Adhikari | BJP
Kalyani AIIMS-এ চালু হলো নতুন বিভাগ! ভার্চুয়ালি উদ্বোধন সারলেন Narendra Modi | Nadia News Today
পঞ্চমবার বিয়ে করতে এসে দৌড়ে পালাল গুণধর বর! কেন! দেখুন | Murshidabad News