সোনায় সোহাগা! আম্বালার প্রার্থীদের সোনার সঞ্চয় চোখ ধাঁধাবে, ৯০০ গ্রাম নিয়ে এগিয়ে কংগ্রেস প্রার্থী

নির্বাচনী হলফনামা অনুযায়ী আম্বালার কংগ্রেস প্রার্থী বরুণ চৌধুরী মুলানার নিজের সঞ্চয় রয়েছে ৯০০ গ্রাম সোনা।

 

এ যেন সোনায় সোহাগা। হরিয়ানার আম্বালার কংগ্রেস প্রার্থী বরুণ চৌধুরী মুলানার সোনার সম্ভার দেখলে আপনারও চোখ কপালে উঠবে। সোনার সঞ্চয় অন্য যে কোনও প্রার্থীকে তিনি টেক্কা দিয়েছেন। তবে তা বড় কথা নয়। তিনি সোনার সঞ্চয়ে নিজের স্ত্রীকেও টেক্কা দিয়েছেন। সম্প্রতি লোকসভা নির্বাচনের জন্য হলফনামা জমা দিয়েছেন। সেখানেই নিজের সম্পদ ও সম্পত্তির কথাও তুলে ধরেছেন। সেখানে তিনি নিজের স্ত্রীর সম্পদের কথাও জানিয়েছেন। তাতেই প্রকাশ্যে এসেছে বরুণ চৌধুরী মুলানার সোনার সঞ্চয়। যা বেশ কিছুটা অবাক করার মত। কারণ সাধারণত স্ত্রীদেরও গয়নাগাটি বেশি থাকে। এখানে স্বামী এগিয়ে গেছেন স্ত্রীর থেকে।

নির্বাচনী হলফনামা অনুযায়ী আম্বালার কংগ্রেস প্রার্থী বরুণ চৌধুরী মুলানার নিজের সঞ্চয় রয়েছে ৯০০ গ্রাম সোনা। যার বাজারমূল্য আনুমানিক ৫৮ লক্ষ টাকা। আম্বালার সবথেকে ধনী প্রার্থী তিনি। হলফনামা বরুণ জানিয়েছেন তাঁর স্ত্রী সঞ্চিত সোনার পরিমাণও প্রচুর। কংগ্রেসের প্রার্থীর স্ত্রীর সঞ্চয় রয়েছে প্রায় ৬০০ গ্রাম সোনা। যার বাজারমূল্য ৩৯ লক্ষ টাকা।

Latest Videos

সুর বদল কুণাল ঘোষের! সন্দেশখালি নিয়ে ব্যক্তিগত সাংবাদিক সম্মেলনে কী কী বললেন তিনি

আম্বালার মুলানার বিধায়ক বরুণ। তিনি হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ফুলচাঁদ মুলানার পুত্র। এই কেন্দ্রের বিজেপির প্রার্থী তিন বারের সাংসদ রতনলাল কটারিয়ার স্ত্রী তথা আইনজীবী বন্তো কটারিয়া। হলফনামা অনুযায়ী তাঁর সোনার পরিমাণ ২৫০ গ্রাম। যা মুলানা ও তাঁর স্ত্রীর থেকে অনেকটাই কম। বন্তোর সোনার বাজার মূল্য ১৭.৮ লক্ষ টাকা।

sexual abuse: অষ্টম শ্রেণীর ছাত্রকে স্কুলেই লাঠি দিয়ে যৌন নির্যাতন সহপাঠীদের, ক্ষতিগ্রস্ত অন্ত্র

আম্বালার ইন্ডিয়ান লোক দলের প্রার্থী গুরপ্রীৎ সিংহ এই প্রথম ভোটে লড়াই করছেন। তাঁর সোনার সঞ্চয়ের পরিমাণ ২৩৪ গ্রাম। বাজারমূল্য ১৪ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর সোনার পরিমাণ ৩৪৯.৮ গ্রাম। যার বাজারমূল্য ২১ লক্ষ টাকা।

Sandeshkhali Video: সন্দেশখালির স্টিং অপারেশন ভিডিও ভুয়ো, পাল্টা সিবিআই-এর কাছে বিজেপি নেতা

আম্বালার জননায়ক জনতা পার্টির প্রার্থী কিরণ পুনিয়া হলফনামা জানিয়েছেন তাঁর কাছে ১৫০ গ্রাম সোনা রয়েছে। যার বাজারমূল্য ১০.৩ লক্ষ চাকা। এই কেন্দ্রের বহুজন সমাজ পার্টির প্রার্থী পবন কুমারের রয়েছে ১০০ গ্রাম সোনা, বাজারমূল্য ৭.৩ লক্ষ টাকা। তবে তাঁর স্ত্রী ৭৭৫ গ্রাম সোনা, বাজারমূল্য ৫৭ লক্ষ টাকা। কংগ্রেস প্রার্থীর স্ত্রীর থেকে এর সোনার সঞ্চয় কিছুটা হলেও বেশি।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba