সংক্ষিপ্ত
রবিবার কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, তিনি ব্যক্তিভাবে এই সাংবাদিক বৈঠক করছেন। তারপরই সন্দেশখালির স্টিং অপারেশন নিয়ে বিজেপিকে নিশানা করেন।
বরফ গলতেই সন্দেশখালি নিয়ে সরাসরি বিজেপিকে নিশানা করেন কুণাল ঘোষ। শনিবার ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরেই নিজের ছন্দে ফিরেছেন। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর দলের সঙ্গে দূরত্ব দূর হয়েছে। তারপরই সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও নিয়ে সরব হন কুণাল ঘোষ।
রবিবার কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, তিনি ব্যক্তিভাবে এই সাংবাদিক বৈঠক করছেন। তারপরই সন্দেশখালির স্টিং অপারেশন নিয়ে বিজেপিকে নিশানা করেন। তিনি বলে, পুবিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করুক। গোটা ঘটনার তদন্ত করুক। তিনি বলেছেন, ভাইরাল এই ভিডিওতে যাদের দেখা দিয়েছে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিষয়টি যাতে শুধুমাত্র রাজনৈতিক তরজায় আটকে না থাকে তাও দেখা দরকার বলেও জানিয়েছেন কুণাল। কুণাল আরও বলেন, 'সন্দেশখালিতে জমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল। কিন্তু নারী নির্যাতন ও ধর্ষেণের অভিযোগযে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো তা প্রকাশ্যে এসেছে। স্থানীয় বিজেপি নেতাও সেই কথা স্বীকার করে নিয়েছেন। এভাবে বাংলার পাঁচ কোটি মহিলাকে অপমান করেছে বিজেপি। বাংলার ভাবমূর্তি নষ্ট করছে ওরা।' তিনি আরও বলেন, ভিডিও প্রকাশ্যে আসায় ওরা কোনঠাসা হয়ে পড়েছে । তাঁর অভিযোগ বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়েছে তা রাষ্ট্রগ্রোহিতার সামিল। গোটা ঘটনাকে তিনি সরকার ও সমাজবিরোধী চক্রান্ত হিসেবেই দেখছেন।
সন্দেশখালিতে আইনিপদক্ষেপ নেওয়ার কথাই বলছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, বিজেপি বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪১, ১৫৩ এবং ১৫৮ ধারায় মামলা রুজু করা উচিত। সেই সঙ্গে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য ১৯৫এ, ২০১, ২০৩, ২১১ ধারাও প্রযুক্ত হওয়া উচিত। সন্দেশখালীর মত এত সংবেদনশীল একটি বিষয়ে যা নিয়ে তিনি প্রথম থেকেই সরব ছিলেন বলেও জানিয়েছেন। বলেছেন, নারী নির্যাতনের অভিযোগগুলি অসত্য। তখন অনেকে সমালোচনা করেছিল বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ
sexual abuse: অষ্টম শ্রেণীর ছাত্রকে স্কুলেই লাঠি দিয়ে যৌন নির্যাতন সহপাঠীদের, ক্ষতিগ্রস্ত অন্ত্র
কোটিপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সম্পত্তিতে লক্ষ লক্ষ টাকার বই, হাতে নগদ মাত্র ১২ হাজার টাকা
DEV: কোটি কোটি টাকার সম্পত্তির মালিক দেব, ঘাটালের প্রার্থীর গাড়ি-বাড়ি গয়না অবাক করার মত