লক্ষ লক্ষ টাকা রয়েছে দলবদলু কানহাইয়া কুমারের, জানুন কংগ্রেস প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা

কানাহাইকুমার জানিয়েছেন, ৮৫.০৮ স্কোয়্যার ফুটের একটি জমি রয়েছে কানহাইয়ার নামে, যার বর্তমান বাজারমূল্য ২ লক্ষ ৬৫ হাজার টাকা। আর কোনও স্থাবর সম্পত্তি নেই বলেও জানিয়েছেন

 

ছাত্র রাজনীতি থেকেই দেশজোড়া তাঁর পরিচিতি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। একটা সময় বাম রাজনীতির মুখ হয়ে উঠেছিলেন। তারপরই তাঁর দল বদল। বর্তমানে কংগ্রেসের সদস্য। তাঁকে কংগ্রেস উত্তর-পূর্ব দিল্লির প্রার্থীও করেছে। তিনি কানহাইয়া কুমার। সম্প্রতি মনোনয়ন দাখিল করেছে। তাতেই দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা সম্পত্তির মালিক তিনি।

নির্বাচনী হলফনামা অনুযায়ী গত পাঁচ বছরে তাঁর ছিল যথাক্রমে ১৮ লক্ষ ৩২৮, ৭০ হাজার ৫০০ টাকা, ১ লক্ষ ৯৫ হাজার ৭৫৯, ৯০ হাজার ১৮৯ এবং ১ লক্ষ ৬৫ হাজার ৪৯ টাকা। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ হল ২ লক্ষ ৬৫ হাজার টাকা। আর অস্থাবর সম্পত্তি হল ৮ লক্ষ ৭ হাজার ৯৬৬ টাকা। নির্বাচনী হলফনামা অনুযায়ী এই সময় তাঁর হাতে নগদ রয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা। দিল্লি ও বিহারের একাধিক ব্যাঙ্কে তাঁর গচ্ছিত রয়েছে ৮ লক্ষেরও বেশি টাকা। তাঁর কোনও ঋণ নেই বলেও জানিয়েছেন।

Latest Videos

কানাহাইকুমার জানিয়েছেন, ৮৫.০৮ স্কোয়্যার ফুটের একটি জমি রয়েছে কানহাইয়ার নামে, যার বর্তমান বাজারমূল্য ২ লক্ষ ৬৫ হাজার টাকা। আর কোনও স্থাবর সম্পত্তি নেই বলেও জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন তাঁর নামে সাতটি মামলা রয়েছে। যার মধ্যে একটি ২০১৯ সালে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীনও তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়েছিল।

কানাহাইয়া কুমার জানিয়েছেন, পটনার মোকামার RRS কলেজ থেকে পাশ করে মগধ বিশ্ববিদ্যালয় থেকে ভুগোল অনার্সে স্নাতক হন তিনি। এর পর নালন্দা মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেন। এর পর সেখান থেকেই পিএইচডি সম্পূর্ণ করেন কানহাইয়া।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News