কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কেরলের তৃণমূল প্রার্থী, ছবিতে দেখুন পিভি আনবরের সম্পত্তির পরিমাণ

Published : Jun 03, 2025, 03:12 PM IST

PV Anvar assets: ২০২৫ সালেই দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন পিভি আনবর। কেরল বিধানসভা উপনির্বাচনের প্রার্থী। দেখুন তাঁর সম্পত্তির পরিমাণ।

PREV
112
কেরলে পা তৃণমূলের

কেরলে এবার পা রাখতে চলছে তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে প্রার্থী দিয়েছে। প্রার্থী পিভি আনবর।

212
কেন্দ্র

কেরলের নিলাম্বুর বিধানসভা উপনির্বাচনে পিভি আনবরকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন। মালয়লি ভাষায় লেখা আনবর নিজের সম্পত্তির হিসেব জমা দিয়েছেন।

412
কোট টাকার মালির

নির্বাচনী হলফনামা অনুযায়ী পিভি আনবর স্থাবর অস্থাবর মিলিয়ে প্রায় ৫২ কোটি টাকার সম্পত্তির মালিক।

512
স্থাবর অস্থাবর সম্পত্তি

পিভি আনবরের স্থাবর সম্পত্তির পরিমাণে ৩৪ কোটি টাকা। আর অস্থাবর সম্পত্তির পরিমণে প্রায় ১৮ কোটি টাকা।

612
ঋণের পরিমাণ

নির্বাচনী হলফনামা অনুযয়ী পিভি আনবরের ঋণ রয়েছে প্রচুর। প্রায় ২০ কোটি টাকা দেনা রয়েছে। যারমধ্যে ব্যাঙ্ক ঋণের পরিমাণ ৯ কোটি টাক।

712
২০২১ সালে সম্পত্তি

২০২১ সালের ঘোষণা অনুযায়ী পিভি আনবরের সম্পত্তির পরিমাণ ছিল ৬৪ কোটি টাকা। আর সেই সময় ঋণ ছিল ১৭ কোটি টাকা।

812
সোনাদানা

তৃণমূল প্রার্থীর পরিবারের দুই সদস্যেরও ৮ কোটি ও ৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে। প্রত্যেকের ১.২ কেজি সোনা রয়েছে।

912
ফৌজদারি মামলা

হলফনামা অনুযয়ী পিভি আনবরের নামে ১০টি ফৌজদারি মামলা রয়েছে। যার অধিকাংশই ২০২৪-২৫ সালের মধ্যে রুজু করা হয়েছে। কিন্তু কোনও মামলাতেই চার্জ গঠন করা হয়নি।

1012
বাম জোটের সদস্য

২০১৬ ও ২০১২১ সালে বাম জোট এলডিএফ সমর্থিত নির্দল বিধায়ক ছিলেন পিভি আনবর। চলতি বছরই দলবদল করেন।

1112
তৃণমূলে যোগ

২০২৫ সালের জানুয়ারি মাসে পিভি আনবর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

1212
প্রতিদ্বন্দ্বী

কেরলের বিরোধী জোট ইউডিএফ এই কেন্দ্রে প্রার্থী করেছেন কংগ্রেসের শৌকতালিকে। তাঁর সম্পত্তির পরিমাণে ৮ কোটি ১৬ লক্ষ। সিপিএম প্রার্থী এম স্বরাজের সম্পত্তির পরিমাণে ৬৩ লক্ষ টাকার কিছু বেশি।

Read more Photos on
click me!

Recommended Stories