পিভি আনবরের স্থাবর সম্পত্তির পরিমাণে ৩৪ কোটি টাকা। আর অস্থাবর সম্পত্তির পরিমণে প্রায় ১৮ কোটি টাকা।
612
ঋণের পরিমাণ
নির্বাচনী হলফনামা অনুযয়ী পিভি আনবরের ঋণ রয়েছে প্রচুর। প্রায় ২০ কোটি টাকা দেনা রয়েছে। যারমধ্যে ব্যাঙ্ক ঋণের পরিমাণ ৯ কোটি টাক।
712
২০২১ সালে সম্পত্তি
২০২১ সালের ঘোষণা অনুযায়ী পিভি আনবরের সম্পত্তির পরিমাণ ছিল ৬৪ কোটি টাকা। আর সেই সময় ঋণ ছিল ১৭ কোটি টাকা।
812
সোনাদানা
তৃণমূল প্রার্থীর পরিবারের দুই সদস্যেরও ৮ কোটি ও ৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে। প্রত্যেকের ১.২ কেজি সোনা রয়েছে।
912
ফৌজদারি মামলা
হলফনামা অনুযয়ী পিভি আনবরের নামে ১০টি ফৌজদারি মামলা রয়েছে। যার অধিকাংশই ২০২৪-২৫ সালের মধ্যে রুজু করা হয়েছে। কিন্তু কোনও মামলাতেই চার্জ গঠন করা হয়নি।
1012
বাম জোটের সদস্য
২০১৬ ও ২০১২১ সালে বাম জোট এলডিএফ সমর্থিত নির্দল বিধায়ক ছিলেন পিভি আনবর। চলতি বছরই দলবদল করেন।
1112
তৃণমূলে যোগ
২০২৫ সালের জানুয়ারি মাসে পিভি আনবর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
1212
প্রতিদ্বন্দ্বী
কেরলের বিরোধী জোট ইউডিএফ এই কেন্দ্রে প্রার্থী করেছেন কংগ্রেসের শৌকতালিকে। তাঁর সম্পত্তির পরিমাণে ৮ কোটি ১৬ লক্ষ। সিপিএম প্রার্থী এম স্বরাজের সম্পত্তির পরিমাণে ৬৩ লক্ষ টাকার কিছু বেশি।