RBI পেনশন বিতরণ প্রক্রিয়ায় এনেছে কিছু দুর্দান্ত পরিবর্তন, যা পেনশনভোগীদের জন্য আরও সুবিধা এনে দিতে চলেছে।
27
সম্প্রতি পেনশন দিতে দেরি, অতিরিক্ত অর্থ জমা বা লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার মতো বিষয়গুলি নিয়ে এবার নতুন নির্দেশিকা জারি করেছে আরবিআই যা পেনশনভোগীদের জন্য অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে।
37
মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে, ব্যাঙ্ককে বলা হয়েছে যাতে তারা দ্রুততার সঙ্গে নতুন হারে ভাতা গণনা করে পেনশনভোগীদের প্রদান করে।
এ ছাড়াও পেনশনভোগীরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন, ফলে ব্যাঙ্কে গিয়ে তা জমা দেওয়ার ঝামেলা থাকবে না।
57
পেনশনভোগীর মৃত্যুর পর তাঁর জীবনসঙ্গীকে পেনশন পাওয়ার জন্য নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। পুরানো অ্যাকাউন্টেই টাকা পাবেন তাঁরা।
67
যদি পেনশন বা বকেয়া অর্থ প্রদানে বিলম্ব হয়, তাহলে ব্যাঙ্ককে নির্ধারিত তারিখ থেকে পেনশনভোগীকে বছরে ৮% হারে সুদ প্রদান করতে হবে।
77
এ ছাড়াও ভুল করে যদি অতিরিক্ত পেনশন অ্যাকাউন্টে জমা পড়ে, তাহলে সেই টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়ার জন্য RBI পেনশন কর্তৃপক্ষের কাছে পরামর্শ চেয়েছে।