জুলাই মাস পড়তে না পড়তেই একাধিক ছুটি ঘোষণা স্কুলগুলোতে। এবার ১২ দিন ছুটির তালিকা এল প্রকাশ্যে।
সদ্য গরমের ছুটির পর খুলেছে স্কুলগুলো। এবার ফের প্রকাশ্যে এল ছুটির তালিকা। এই মাসে ১২ টি বন্ধ থাকবে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি স্কুলগুলো।
জুলাই মাসে ৬, ১৩, ২০ এবং ২৭ তারিখ বন্ধ থাকবে স্কুলগুলো। এই কদিন পড়েছে রবিবার। সে কারণে বন্ধ থাকবে স্কুল।
তেমনই আবার ৩ জুলাই ছিলখারছি পুজো। আগরতলার স্কুল বন্ধ ছিল এই দিন। ৫ জুলাই ছিল গুরু হরগোবিন্দের জন্মদিন। জম্মুু ও শ্রীনগরের স্কুল বন্ধ ছিল এই দিন।
আবার ৭ জুলাই আছে মহরমের ছুটি। ১৪ জুলাই শিলং-র স্কুল বন্ধ থাকবে। সেদিন বেহ দেইংখলাম-র ছুটি।
১৬ জুলাই হারেলা উপলক্ষে দেরাদুনের সকল স্কুল বন্ধ। তেমনই ১৭ জুলাই আছে ইউ তিরট সিং-র মৃত্যুবার্ষিকীর ছুটি। এই দিন শিলং-র স্কুল বন্ধ থাকবে।
আবার ১৯ জুলাই কের পুজো উপলক্ষ্যে আগরতলার স্কুল বন্ধ। তেমনই ২৮ জুলাই দ্রুকপা তে-জি। সে কারণে গ্যাংটকের স্কুল বন্ধ।
সব মিলিয়ে গোটা জুলাই জুড়ে আছে একাধিক ছুটির দিন। প্রকাশ্যে এল সেই তালিকা।
পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্যের স্কুলগুলোতে থাকবে ছুটি। প্রকাশ্যে এল সেই তালিকা।
গরমের ছুটির পর কোথাও জুনের শেষে আবার কোথাও জুলাই-র শুরুতে খুলেছে স্কুল। এবার ফের বন্ধ হবে স্কুলগুলো।
Sayanita Chakraborty