School Holiday: ফের ১২ দিন বন্ধ থাকবে রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলো, জেনে নিন কেন

Published : Jul 04, 2025, 09:16 AM IST

জুলাই মাসে রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে একাধিক ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার, খারছি পুজো, গুরু হরগোবিন্দের জন্মদিন, মহরম সহ বিভিন্ন উপলক্ষ্যে মোট ১২ দিন স্কুল বন্ধ থাকবে।

PREV
110

জুলাই মাস পড়তে না পড়তেই একাধিক ছুটি ঘোষণা স্কুলগুলোতে। এবার ১২ দিন ছুটির তালিকা এল প্রকাশ্যে।

210

সদ্য গরমের ছুটির পর খুলেছে স্কুলগুলো। এবার ফের প্রকাশ্যে এল ছুটির তালিকা। এই মাসে ১২ টি বন্ধ থাকবে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি স্কুলগুলো।

310

জুলাই মাসে ৬, ১৩, ২০ এবং ২৭ তারিখ বন্ধ থাকবে স্কুলগুলো। এই কদিন পড়েছে রবিবার। সে কারণে বন্ধ থাকবে স্কুল।

410

তেমনই আবার ৩ জুলাই ছিলখারছি পুজো। আগরতলার স্কুল বন্ধ ছিল এই দিন। ৫ জুলাই ছিল গুরু হরগোবিন্দের জন্মদিন। জম্মুু ও শ্রীনগরের স্কুল বন্ধ ছিল এই দিন।

510

আবার ৭ জুলাই আছে মহরমের ছুটি। ১৪ জুলাই শিলং-র স্কুল বন্ধ থাকবে। সেদিন বেহ দেইংখলাম-র ছুটি।

610

১৬ জুলাই হারেলা উপলক্ষে দেরাদুনের সকল স্কুল বন্ধ। তেমনই ১৭ জুলাই আছে ইউ তিরট সিং-র মৃত্যুবার্ষিকীর ছুটি। এই দিন শিলং-র স্কুল বন্ধ থাকবে।

710

আবার ১৯ জুলাই কের পুজো উপলক্ষ্যে আগরতলার স্কুল বন্ধ। তেমনই ২৮ জুলাই দ্রুকপা তে-জি। সে কারণে গ্যাংটকের স্কুল বন্ধ।

810

সব মিলিয়ে গোটা জুলাই জুড়ে আছে একাধিক ছুটির দিন। প্রকাশ্যে এল সেই তালিকা।

910

পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্যের স্কুলগুলোতে থাকবে ছুটি। প্রকাশ্যে এল সেই তালিকা। 

1010

গরমের ছুটির পর কোথাও জুনের শেষে আবার কোথাও জুলাই-র শুরুতে খুলেছে স্কুল। এবার ফের বন্ধ হবে স্কুলগুলো।

Read more Photos on
click me!

Recommended Stories