West Bengal Voter Survey: আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস। এবার ভুয়ো ভোটার ধরতে আসরে নামছে নির্বাচন কমিশন। বিহারের পর এবার নজরে বাংলা। কবে থেকে শুরু হবে এই কাজ? বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি…
বিহারের পর এবার নজরে বাংলা। ভুয়ো ভোটার ধরতে এবার নির্বাচন কমিশনের পাকির চোখ বাংলা। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গেও খুব তাড়াতাড়ি এই কাজ শুরু হবে।
27
মুখ্যমন্ত্রীর আশঙ্কা সত্যি
ভুয়ো ভোটার নিয়ে আগেই আশঙ্কার কথা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সেই আশঙ্কায় সত্যি হতে চলেছে। নির্বাচন কমিশনের তরফে এবার বাংলাতেও হবে তালিকা যাচাই।
37
বিহারের পর নজরে বাংলা
ভুয়ো ভোটার তালিকা নিয়ে বিহারে আগেই তথ্য যাচাই করেছে নির্বাচন কমিশন। এবার বাংলায় ভোটারদের নিবিড় সমীক্ষা নিয়ে সরব নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলায় নিবিড় সমীক্ষার কাজ সম্ভবত অগাস্ট মাসের শেষ থেকে শুরু হতে পারে। কারণ, সামনেই ছাব্বিশের নির্বাচন। তাই অগাস্ট মাস থেকে বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ শুরু করবে নির্বাচন কমিশন।
57
এর আগে শেষ কবে হয়েছিল এই কাজ?
নির্বাচন কমিশন সূত্রে খবর, এর আগে ২০২২ সালে বাংলায় শেষবার স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ করেছিল কমিশন। এবার প্রায় তিন বছর পর ফের এই সমীক্ষা চালাবে কমিশন।
67
কেন এই সমীক্ষা
বিহার, হরিয়ানা, মহারাষ্ট্রের মতোই বাংলাতেও ভুতুরে ভোটার নিয়ে উঠেছে ভুড়ি ভুড়ি অভিযোগ। ভুয়ো ভোটার নিয়ে বারবার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী শিবিরগুলি। সেই কথা মাথায় রেখেই এবার স্বচ্ছ তালিকা যাচাইয়ের কাজে নামছে কমিশন।
77
কারা করবে এই সমীক্ষার কাজ?
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে এই কাজ শুরু হবে। এই সমীক্ষা যাচাইয়ের কাজ করবেন নির্বাচনী আধিকারিক বা জেলাশাসকে, ভোটের অতিরিক্ত জেলাশাসক, ইলেক্টরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসাররা। সবাই মিলে রাজ্যের প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে এই কাজ করবেন। এবং খতিয়ে দেখবেন।