Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে লন্ডভন্ড চেন্নাই, রাস্তায় ভেসে বেড়াচ্ছে কুমির

ঘূর্ণিঝড় মিগজাউম-এর তাণ্ডবে লন্ডভন্ড চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা। এখনও পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে।

 

Saborni Mitra | Published : Dec 4, 2023 5:12 PM
110
ঘূর্ণিঝড় মিগজাউম

শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডব। ইতিমধ্যেই ফুঁসছে সমুদ্র। প্রাণ কেড়ে নিয়েছে দুই জনের।

210
মিগজাউমের অর্থ

ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে প্রতিবেশী মায়ানমার। এই শব্দের অর্থ শক্তি বা প্রতিরোধ।

310
মিগজাউমের ল্যান্ডফল

আবহাওয়াবিদদের কথায় ঘূর্ণিঝড় মিগজাউম দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও মছলিপত্তনমের মধ্যবর্তী অংশে মঙ্গলবার ল্যান্ডফল করতে পারে। কিন্তু তার আগেই চেন্নাইয়ে দেখা যাচ্ছে ঝড়ের দাপট।

410
ঘূর্ণিঝড়ের দাপট

এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে। ইতিমধ্যেই চেন্নাইতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সোমবার রাত পর্যন্ত চেন্নাইয়ে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

510
বন্ধ মেট্রো স্টেশন

প্রবল বৃষ্টির কারে চেন্নাইয়ের কয়েকটি মেট্রো স্টেশনে জল জমে রয়েছে। বন্ধ মেট্রো পরিষেবা।

610
ঘূর্ণিঝড়ের প্রকোপ

ইতিমধ্যেই চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা জলবন্দি হয়ে রয়েছে। রাস্তায় ভেসে বেড়াচ্ছে কুমির।

710
বন্ধ উড়ান পরিষেবা

প্রবল বৃষ্টিতে প্লাবিত চেন্নাই বিমান বন্দর। সোমবার রাত ১১টা পর্যন্ত বন্ধ উড়ান পরিষেবা। একাধিক বিমান এদিন চেন্নাইতে ল্যান্ড করতে পারেনি।

810
নিহত ২

প্রবল বৃষ্টি ও দমকা বাতাসের কারণে চেন্নাইয়ের কানাথুরে একটি নবনির্মিত প্রাচীর ধসে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা ঝাড়খণ্ডের বাসিন্দা।

910
বিপর্যয় মোকাবিলা বাহিনী

প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি মোকাবিলার জন্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ২১টি বিপর্যয় মোকাবিলা বাহিনী নেমেছে। অতিরিক্ত ৮ দলকে রিজার্ভে রাখা হয়েছে।

1010
ঘূর্ণিঝড়ের প্রভাব

ওড়িশা ও পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসমভবন। দুই রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos