শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডব। ইতিমধ্যেই ফুঁসছে সমুদ্র। প্রাণ কেড়ে নিয়েছে দুই জনের।
মিগজাউমের অর্থ
ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে প্রতিবেশী মায়ানমার। এই শব্দের অর্থ শক্তি বা প্রতিরোধ।
মিগজাউমের ল্যান্ডফল
আবহাওয়াবিদদের কথায় ঘূর্ণিঝড় মিগজাউম দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও মছলিপত্তনমের মধ্যবর্তী অংশে মঙ্গলবার ল্যান্ডফল করতে পারে। কিন্তু তার আগেই চেন্নাইয়ে দেখা যাচ্ছে ঝড়ের দাপট।
ঘূর্ণিঝড়ের দাপট
এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে। ইতিমধ্যেই চেন্নাইতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সোমবার রাত পর্যন্ত চেন্নাইয়ে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
প্রবল বৃষ্টিতে প্লাবিত চেন্নাই বিমান বন্দর। সোমবার রাত ১১টা পর্যন্ত বন্ধ উড়ান পরিষেবা। একাধিক বিমান এদিন চেন্নাইতে ল্যান্ড করতে পারেনি।
নিহত ২
প্রবল বৃষ্টি ও দমকা বাতাসের কারণে চেন্নাইয়ের কানাথুরে একটি নবনির্মিত প্রাচীর ধসে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা ঝাড়খণ্ডের বাসিন্দা।
বিপর্যয় মোকাবিলা বাহিনী
প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি মোকাবিলার জন্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ২১টি বিপর্যয় মোকাবিলা বাহিনী নেমেছে। অতিরিক্ত ৮ দলকে রিজার্ভে রাখা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাব
ওড়িশা ও পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসমভবন। দুই রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।