ছাত্রীকে ধর্ষণ করে খুনের জন্য ১০০ টাকা সুপারি দিল সহপাঠী, তারপর কী হল

Published : Feb 15, 2025, 03:02 PM IST

সপ্তম শ্রেণির সহপাঠীকে ধর্ষণ আর খুনের জন্য সুপারি দিয়েছে তারই এক সহপাঠী। স্কুলের মধ্যেই ঘটেছে গোটা ঘটনা। এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন 

PREV
110
হাড়হি্ম করা ঘটনা

সপ্তম শ্রেণির সহপাঠীকে ধর্ষণ আর খুনের জন্য সুপারি দিয়েছে তারই এক সহপাঠী। স্কুলের মধ্যেই ঘটেছে গোটা ঘটনা। এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন

210
ঘটনাস্থল

এই হাড়হিম করা ঘটনা ঘটেছে পুণের দৌন্ডের একটি নামী ইংরিজে মাধ্যম স্কুলে। স্কুলের এক পড়ুয়া অন্য পড়ুয়াকে স্কুলের ছাত্রীকে খুন আর ধর্ষণ করার সুপারি দিয়েছে।

310
সুপারি দেওয়ার কারণ

যে সপ্তম শ্রেণির পড়ুয়া সুপারি দিয়েছে সে তার এক সহপাঠীর ওপর প্রবল বিরক্ত ছিল। তাই খুন করতে উদ্যোগী।

410
বিরক্ত হওয়ার কারণ

পুলিশের অনুমান, ছাত্রী সংশ্লিষ্ট পডুয়ার বিরুদ্ধে ক্লাসের এক শিক্ষকের কাছে অভিযোগ জানিয়েছিল। রিপোর্ট কার্ড অর্থার রেজাল্টে বাবা বা মায়ের পরিবর্তে সংশ্লিষ্ট ছাত্র নিজেই সই করেছিল। সই জাল করার অভিযোগে ক্ষেঁপে গিয়েছিল পড়ুয়া।

510
তারপরই সুপারি

এই ঘটনার পরই সপ্তম শ্রেণীর পড়ুয়া নবম শ্রেণীর পড়ুয়া এক ছাত্রের কাছে যায়। তাতে ছাত্রীকে খুন আর ধর্ষণ করার জন্য ১০০ টাকা সুপারি দেয়।

610
তারপর কী হল ?

যদিও এই ঘটনার পরই নবম শ্রেণীর ছাত্র গোটা ঘটনার কথা জানিয়ে দেয় স্কুল শিক্ষকদের। শিক্ষকরাও সপ্তম শ্রেণীর পড়ুয়াকে ডেকে ধমক দিয়ে ছেড়ে দেয়। এই ঘটনা গত ২৩ নভেম্বর।

710
সম্প্রতি বেঁকে বসে ছাত্রীর পরিবার

সম্প্রতি ছাত্রীর পরিবার গোটা ঘটনার কথা জানতে পারে। স্কুলে যায়। স্কুল প্রশাসন আর স্কুল শিক্ষকদের বিরুদ্ধে সরব হয়। পুলিশেরও দ্বারস্থ হয় স্কুলের বিরুদ্ধে।

810
ছাত্রীর পরিবারের অভিযোগ

মেয়েটির বাবা সুপারি দেওয়া সপ্তম শ্রেণীর ছেলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য স্কুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর রবিবার দৌন্ড পুলিশ প্রধান শিক্ষক এবং স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে।

910
অভিযোগ দায়ের

রবিবার প্রধান শিক্ষক ও দুই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনের মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতাতেও মামলা দায়ের করা হয়েছে।

1010
ছাত্রের কী অবস্থা

ছেলেটির বয়স এখনও ১২ বছর হয়নি এবং কিশোর বিচার আইন ১২ বছরের কম বয়সী শিশুদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলার অনুমতি দেয় না বলে তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষক ও শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

click me!

Recommended Stories