নক্ষত্রের নামকরণ করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে, এটিই সূর্যের নিকটতম তারা

২০২২ সালের ২৫ ডিসেম্বর একটি নক্ষত্র নথিভুক্ত করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘অটল বিহারী বাজপেয়ী জি’। 

এবার সরাসরি নক্ষত্রের সঙ্গে জড়িয়ে গেলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। কারণ, তাঁর নামে নামাঙ্কণ করা হল মহাকাশের একটি নক্ষত্রের। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে রবিবার দেশজুড়ে গুড গভর্নেন্স ডে পালিত হয়েছে। রবিবারই বিজেপির ঔরঙ্গাবাদের সভাপতি শিরিস বরালকর জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে। পৃথিবী থেকে ৩৯২.০১ আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই নক্ষত্রটি। দাবি করা হচ্ছে, এটিই সূর্যের সবথেকে কাছের নক্ষত্র। ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রি সার্টিফিকেটের তরফে জানানো হয়েছে, “ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রিতে ২০২২ সালের ২৫ ডিসেম্বর একটি নক্ষত্র নথিভুক্ত করা হয়েছে। নক্ষত্রটির কোঅর্ডিনেট ১৪ ০৫ ২৫.৩ – ৬০ ২৮ ৪১.৯। নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে ‘অটল বিহারী বাজপেয়ী জি’। রেজিস্ট্রেশন নম্বর সিএক্স১৬৪০৮ইউএস।”

প্রসঙ্গত, অটল বিহারী বাজপেয়ী দুই দফায় ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রথমে ১৯৯৬ সালে কিছু সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে আসীন হয়েছিলেন। সেসময় ১৬ মে থেকে ১ জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এরপর আবার ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যায় তাঁকে। অতীতে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর মন্ত্রিসভায় বিদেশমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন বাজপেয়ী।

Latest Videos

২০১৮ সালের অগস্ট মাসে দিল্লির এইএমসে প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ী। ইহলোক ত্যাগ করলেও, ভারতের সামগ্রিক বিকাশের জন্য তাঁর অবদান আজও সমানভাবে চর্চিত। ১৯৯৮ সালে রাজস্থানের পোখরানে মরুভূমির নীচে পারমাণবিক পরীক্ষা হয়েছিল তাঁর আমলেই। গোটা বিশ্বের কাছে ভারতের শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এটি। কার্গিল যুদ্ধে পাকিস্তানকে ধরাশায়ী করে ভারতের বিজয় ধ্বজা উড়েছিল তাঁর আমলেই।

নরেন্দ্র মোদীর সরকার বাজপেয়ীর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ২৫ ডিসেম্বরকে গুড গভর্নেন্স ডে বা ‘সুশাসন দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো গোটা দেশে গুড গভর্নেন্স ডে পালিত হয়েছে রবিবার।


আরও পড়ুন-
করোনার পরবর্তী ঢেউ আসার আগেই দেওয়া হোক চতুর্থ ভ্যাকসিন, বুস্টার ডোজের ওপর জোর স্বাস্থ্য বিশেষজ্ঞদের
তুনিশার মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে উদ্দাম যৌনতার লালসা, প্রেমিক শিজানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বান্ধবী রায়ার
‘ছোট ক্যাটরিনা’ বলেই যার প্রকাশ ঘটিয়েছিল বলিউড, আদতে কে ছিলেন এই তুনিশা শর্মা?

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM