সোমবারই ঘোষণা? বকেয়া DA দেওয়ার আশ্বাস খোদ মুখ্যমন্ত্রীর, নতুন বছরে কপাল খুলছে সরকারি কর্মীদের
নতুন বছর পড়তে না পড়তেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের আনন্দ যেন আর ধরে না। কারণ আরও একদফায় মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন তাঁরা। এবার খুশির খবর পেলেন রাজ্য সরকারি কর্মীরাও।
গত বছর শুরুর দিকে যেমন মোদী সরকার সকল কেন্দ্রীয় কর্মচারীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী প্রথম দিকে ৪ শতাংশ করে মহার্ঘ ভাতা বা DA এর পরিমাণ বৃদ্ধি করেছিল, তখন DA এর পরিমাণ দাঁড়িয়েছিল ৫০ শতাংশে।
এরপর কয়েক মাস কাটতে না কাটতেই ফের দীপাবলীর মরশুমে বড় উপহার দেয় কেন্দ্র।
একধাক্কায় বাড়িয়ে দিল ৩ শতাংশ DA। তাই বর্তমানে DA এর পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। আর সেই পথেই হাঁটতে চলেছে একাধিক রাজ্য।
সমস্ত রাজ্যের সরকার যেখানে DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য তৎপর হয়ে উঠেছে সেখানে পশ্চিমবঙ্গে চিত্র একেবারে সম্পূর্ণ উল্টো।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরাও অপেক্ষা করছেন যে কবে ডিএ বাড়ানো হবে।
শেষবার ২০২৪ সালের এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হয়েছিল। তাই এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা।
তাই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য মামলা চলছে সুপ্রিম কোর্টে।
আর এই আবহে এবার বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিল মুখ্যমন্ত্রী।
বকেয়া DA নিয়ে এবার বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর এই পদক্ষেপের পর পশ্চিমবঙ্গে কোনও বিশেষ ঘোষণা করা হয় কীনা, এখন সেটাই দেখার।