মঙ্গলবার সুপ্রিম কোর্টে জোড়া মামলায় চাপে রাজ্য! ২৬০০০ চাকরি বাতিলের পরে রয়েছে DA বৃদ্ধি মামলা

মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্যের দুটি মামলার শুনানি। একটি রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি মামলা। অন্যটি নিয়োগ দুর্নীতির ২৬০০০ চাকরি বাতিল মামলা। রাজ্যের জন্য কিছুটা হলেও কঠিন দিন।

 

Saborni Mitra | Published : Jan 5, 2025 3:51 PM
110
সুপ্রিম কোর্টে দুই মামলা

মঙ্গলবার, ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে দুটি মামলা উঠতে চলেছে এই রাজ্যের। একটি ২৬ হাজার চাকরি বাতিল মামলা। অন্যটি রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি মামলা।

210
রাজ্যের মামলা

দুটি মামলাতেই এক পক্ষে রয়েছে রাজ্য। ডিএ বৃদ্ধি ইস্যুতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। আর ২৬ হাজার চাকরি বাতিল মামলাতেও হাইোকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য।

310
চাকরি বাতিল মামলার শুনানি

২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে মঙ্গলবার। মামলাটির ক্রমতালিকা ১। অর্থাৎ সকাল ১০.৩০এ মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

410
মামলার বেঞ্চ

এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। আগে ছিল প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে।

510
উদ্বেগ বাড়ছে

মামলার রায় কোন দিকে যাবে? শুধুমাত্র অযোগ্য চাকরি প্রার্থী না যোগ্য - অযোগ্য সকলের চাকরি যাবে? সেটাই এখন মূল প্রশ্ন।

610
আগের শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

আগের শুনানিতে প্রধান বিচারপতি বলেছিলেন মেটা ডেটা খুঁজে বের করা না গেলে যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারব না। আদালত আরও বলেছিল 'যোগ্য-অযোগ্য বাছাই করা না-গেলে পুরো প্যানেল বাতিল বাতিল করতে হবে।'

710
ডিএ মামলা

দীর্ঘ ৬ মাস পরে ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে ওঠার কথা রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। তবে এই মামলাটি ক্রমতালিকায় অনেক পিছনে রয়েছে।

810
ডিএ মামলার সূচি

শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জানান হয়েছে, আগামী মঙ্গলবার , ৭ জানুয়ারি বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ডিএ মামলা উঠবে। কজ লিস্ট অনুযায়ী ৪৫ নম্বরে রয়েছে ডিএ মামলা।

910
শেষে উঠবে ডিএ মামলা

সুপ্রিম কোর্টের কজ লিস্ট অনুযায়ী ৭ জানুয়ারি চার নম্বর আদালত কক্ষে একেবারে শেষে রয়েছে ডিএ মামলার শুনানির সময়। তাই শুনানি হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

1010
সুপ্রিম কোর্টই শেষকথা

রাজ্যের সরকারি কর্মীরা মনে করছেন মনে করছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা ইতিবাচক কোনও খবর পাবেন না। তাই সেদিকেই তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos