Coca Cola Alcohol: এবার সুরার বাজারেও জমজমাট কোকা-কোলা, ভারতে এল অতি সস্তার মদ

পাইলট প্রোজেক্ট সফলভাবে উতরে গেলেই সারা ভারতের বাজারে এর চাহিদা হু হু করে বেড়ে যাবে বলে মনে করছেন সংস্থার কর্ণধাররা। কারণ, একে এর দাম কম, তার ওপর ভারতের বাজারের সুরার চাহিদা রয়েছে যথেষ্ট। 

প্রথমবারের মতো অভ্যন্তরীণ অ্যালকোহল বাজারে প্রবেশ করল ভারত, তাও আবার বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কোকা কোলা-র হাত ধরে। এই প্রথম ভারতের বাজারে নিয়ে আসা হল অ্যালকোহলযুক্ত রেডি -টু -ড্রিংক পানীয় , যার নাম ‘লেমন ডিউ’ (Lemon Dou)। কোল্ড-ড্রিংকসের জগতে নিজেদের আধিপত্য গড়ে তোলার পর এবার সুরার বাজারেও আধিপত্য কায়েম করতে চাইছে এই একশো বছরেরও বেশি পুরনো তথা ‘অভিজ্ঞ’ সংস্থা। 

-

তবে, ভারতীয় বাজারে এলেও ক্রেতাদের কাছে এখন মূলত পরীক্ষামূলকভাবে পৌঁছে যাবে এই ‘হার্ড ড্রিংক’। প্রথমে মহারাষ্ট্র এবং গোয়া-তে বিক্রি করা হচ্ছে লেমন ডিউ। গোয়াতে এর দাম মাত্র ১৫০ টাকা এবং মহারাষ্ট্রে মাত্র ২৩০ টাকা করে। এই পাইলট প্রোজেক্ট সফলভাবে উতরে গেলেই সারা ভারতের বাজারে এর চাহিদা হু হু করে বেড়ে যাবে বলে মনে করছেন সংস্থার কর্ণধাররা। কারণ, একে এর দাম কম, তার ওপর ভারতের বাজারের সুরার চাহিদা রয়েছে যথেষ্ট, সেই পরিস্থিতিতে যদি স্বাদে-গন্ধে অতুলনীয় হয়, তাহলে অবশ্যই মার্কেটের অন্যান্য সুরাগুলিকে টেক্কা দিয়ে দেবে ‘কোকা কোলা’ (Coca Cola)। 



গ্রাহকদের জন্য কোম্পানির ওয়েবসাইট থেকে এর বিষয়ে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে যে, লেমন ডু তৈরি করা হয় গোটা লেবুর গুঁড়ো দিয়ে। এতে অ্যালকোহল মেশানো হয় আর বুদবুদের সঙ্গে মিশ্রিত করা হয়। এটি মূলত একটি অ্যালকোহলযুক্ত লেবু পানীয়। এটি অনেকটা ব্র্যান্ডি বা ভডকা-র মতোই খেতে। 


-
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী