হোস্টেলের ছাদে রাজকীয় ভাবে চলছে গাঁজার চাষ! তামিলনাড়ুর ঘটনায় হতবাক দেশ

Published : Feb 24, 2025, 11:54 AM IST
হোস্টেলের ছাদে রাজকীয় ভাবে চলছে গাঁজার চাষ! তামিলনাড়ুর ঘটনায় হতবাক দেশ

সংক্ষিপ্ত

হোস্টেলের ছাদে রাজকীয় ভাবে চলছে গাঁজার চাষ! তামিলনাড়ুর ঘটনায় হতবাক দেশ

তামিলনাড়ুতে অপরাধের ঘটনা

তামিলনাড়ুতে যৌন অপরাধ, ডাকাতি, ছিনতাই, খুনের মতো অপরাধের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে সহজলভ্য মাদকদ্রব্য। সেই তালিকায় গাঁজা, আফিম, গুটখা ইত্যাদি অন্যতম। এরপর মাদকদ্রব্য নির্মূল করতে তামিলনাড়ু পুলিশ তৎপর হয়ে ওঠে। অন্যান্য রাজ্য থেকে তামিলনাড়ুতে আসা যানবাহনে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য জব্দ করা হয়।

কলেজ পড়ুয়াদের কাছে মাদকদ্রব্য

এছাড়াও কলেজ পড়ুয়াদের কাছ থেকে মাঝেমধ্যেই মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় চেন্নাই সহ বিভিন্ন জায়গার কলেজে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করেছে। কোয়েম্বাটুরে কলেজ পড়ুয়ারা ভাড়া বাড়ির ছাদে গাঁজা চাষ করছিল বলে জানা গেছে। কোয়েম্বাটুরে অনেক কলেজ আছে। কলেজে যাওয়ার জন্য বাড়ি ভাড়া নিয়ে থাকা পড়ুয়াদের টার্গেট করে গাঁজা, মাদক ট্যাবলেট ইত্যাদি বিক্রি করা হয়।

ছাদে গাঁজা বাগান

এই অবস্থায় কুনিয়ামুথুর পুলিশ কলেজ পড়ুয়াদের থাকার ব্যক্তিগত হোস্টেল এবং বাড়িতে হঠাৎ তল্লাশি চালায়। সেই সময় এক বাড়ির ছাদে পড়ুয়ারা গাঁজা চাষ করছিল দেখে পুলিশ হতবাক হয়ে যায়। ২২টি গাঁজা গাছ জব্দ করা হয়। বাইরে থেকে গাঁজা জোগাড় করতে না পেরে নিজেরাই গাঁজা তৈরির জন্য বাড়িতেই গাঁজা গাছের বাগান করেছিল তারা।

৫ জন কলেজ পড়ুয়া গ্রেপ্তার

এরপর গাঁজা চাষ করা কলেজ পড়ুয়া, কেরালার কোঝিকোড়ের বাসিন্দা বিষ্ণু (১৯), আরিয়ালুরের বাসিন্দা কলাইবানান (২১), অনুরুদ্ধ (১৯), ধনুষ (১৯) এবং অবিনব (১৯)-কে পুলিশ গ্রেপ্তার করে। কোয়েম্বাটুরে কলেজ পড়ুয়াদের গাঁজা চাষ করে গ্রেপ্তার হওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে।

PREV
click me!

Recommended Stories

কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি
মহিলা আর প্রবীণ রেলযাত্রীদের জন্য বরাদ্দ লোয়ার বার্থ, সুখবর দিলেন রেলমন্ত্রী