লক্ষ্মীর ভাণ্ডারের থেকে এগিয়ে প্রকল্প, উৎসবের মরশুমে মহিলাদের জন্য বরাদ্দ ২ হাজার টাকা

ওড়িশার পর এবার হরিয়ানা! পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের পর ভোটের মুখে এমনই একটি প্রকল্প চালুর আশ্বাস দিল হরিয়ানা কংগ্রেস।

 

Saborni Mitra | Published : Oct 1, 2024 4:39 PM
110
ওড়িশার পর হরিয়ানা

ওড়িশার পর এবার হরিয়ানা! পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের পর ভোটের মুখে এমনই একটি প্রকল্প চালুর আশ্বাস দিল হরিয়ানা কংগ্রেস।

210
২০২১ সালে পশ্চিমবঙ্গে

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যথেষ্ট জনপ্রিয়। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর এই স্কিম চালু করা হয়েছিল। ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

310
তিন বছর ধরে সাফল্য

গত তিন বছর ধরে এই প্রকল্প রাজ্যে চলছে সফলভাবে। মহিলাদের জন্য এই প্রকল্প। সকল স্তরের মহিলারাই উপকৃত হয়।

410
টাকা বৃদ্ধি

বর্তমানে রাজ্য সরকার এই প্রকল্পে সাধারণ মহিলাদের মাসিক ১ হাজার ও তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসে ১২০০ টাকা করে দিচ্ছে।

510
পশ্চিমবঙ্গের পথে হরিয়ানা

পশ্চিমবঙ্গের পদঙ্ক অনুসরণ করে এবার হরিয়ানাতেও কংগ্রেস এজাতীয় একটি প্রকল্পের ঘোষণা করেছে ইস্তেহারে। তবে টাকা অঙ্ক অনেকটাই বেশি।

610
ইস্তেহারে ঘোষণা

কংগ্রেস ইস্তেহারে বলেছে, বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতলে রাজ্যের মহিলাদের মাসে ২ হাজার করে টাকা দেওয়া হবে। একই সঙ্গে আরও বিপুল সুবিধে দেওয়ার কথাও ঘোষণা করেছে।

710
আরও ঘোষণা

২৫ লাখ টাকা অবধি ফ্রি চিকিৎসা, সুতলজ-যমুনা লিঙ্ক খাল থেকে জল নেওয়া সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছে হাত শিবির।

810
আগে ওড়িশা

এর আগে ওড়িশায় বিজেপিও মহিলা ভোট পেতে একাধিক ঘোষণা করেছিল। সরকার গঠনের পর সেই পদক্ষেপ পুরাণ করেছে।

910
কৃষকদের জন্য

কৃষি প্রধান রাজ্য় হরিয়ানা। কংগ্রেস যদি সরকার গঠন করে তাহলে কৃষক কমিশন গঠন করার আশ্বাস দিয়েছে ইস্তেহারে।

1010
জয়ের ব্যাপারে আশাবাদী

হরিয়ানা বিধানসভা ভোটে জয়লাভের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী কংগ্রেস। দলের তরফ থেকে জানানো হয়েছে, একটি শক্তিশালী ক্রীড়া নীতি নিয়ে আসা হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos