গুজরাট নির্বাচনে ১২৫টি আসন পাবে কংগ্রেস, দলীয় ইস্তেহারে ১০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি

গুজরাট বিধানসভা নির্বাচনে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। ইস্তেহার তৈরির জন্য প্রায় ৬ লক্ষ মানুষের সঙ্গে কথা বলেছে কংগ্রেস। তাদের যা চেয়েছে তাই ইস্তেহারে রাকা হয়েছে বললেন কংগ্রেস নেতা।

 

Web Desk - ANB | Published : Nov 12, 2022 12:25 PM IST

স্বাস্থ্য ও শিক্ষায় বেসরকারিকরণ বন্ধ করা হবে। পাশাপাশি রাজ্যের বেকার যুকদের চাকরি ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনি ইশতেহার প্রকাশ করল কংগ্রেস। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শনিবার দলের ইস্তেহার প্রকাশ করেন। তিনি বলেন দলের ইস্তেহারে রাহুল গান্ধীর আটকি প্রতিশ্রুতি রাখা হয়েছে।

অন্যদিকে কংগ্রেস দলের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে বলেছে, 'গুজরাটের মানুষ শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় ঢালাও বেসরকারি করণের অনুমতি দেয় না। আসুন আমরা একসঙ্গে পরিবর্তন আনতে পারি।' পাশাপাশি কংগ্রেসের ইস্তেবারে রাজ্যের যুবকদের মর্যাদার সঙ্গে জীবনযাপন করার জন্য ১০ লক্ষ সরকারি খালি পদে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গুজরাটের বেকার যুবকদের চাকরির প্রতিশ্রুতি প্রথম থেকেই নির্বাচনী প্রচার সভাগুলিতে দিয়েছিল পাশাপাশি রাজ্য়ে ১০ লক্ষের বেশি সরকারি পদ ফাঁকা রয়েছে বলেও অভিযোগ রয়েছে কংগ্রেসের।

Latest Videos

নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে কংগ্রেস রাজ্যে জনতা মেডিক্যাল স্টোরের একটি চেইন স্থাপন করবে, পুরনো পেশনশ স্কিম ফিরিয়ে আনবে বলেও ঘোষণা করেছে । করোনাভাইরাসের কারণে মৃতদের সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইস্তেহারে। গুজরাটে কংগ্রেসের সভাপতি জগদীশ ঠাকুর বলেছেন, কংগ্রেস ১২৫ টিরও বেশি আসন পেয়ে গুজরাটে ক্ষমতায় ফেরার জন্য লড়াই করছে।

দলের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ইস্তেহার যে কোনও দলেরই নির্বাচনী প্রতিশ্রুতি। ইস্তাহারকে গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক দল ও জনগণও নির্বাচনের পরে যেন ইস্তেহারের কথা ভুলে না যায়। ভোটারদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, রাহুল গান্ধী বলেছিলেন যে জনগণকে জিজ্ঞাসা করা উচিৎ তাঁরা রাজ্য সরকারের থেকে কী কী চায়। সেইমতই ইস্তেহার তৈরি করা উচিৎ। আগে এজাতীয় কমিটি ছিল বলেও জানিয়েছেন কংগ্রেস নেতা। এখন রাহু গান্ধীর পরামর্শে নতুন করে জনগণের সঙ্গে কথা বলেই ইস্তেহার তৈরি করছে কংগ্রেস। যাতে নতুন সরকার জনগণের চহিদা সঙ্গে মিল রেখেই পরিষেবা দিতে পারে।

অশোক গেহলট বলেন ইস্তেহার তৈরির জন্য রাজ্যের প্রায় ৬ লক্ষ মানুষের সঙ্গে কথা বলেছে কংগ্রেস। তারা যদি গুজরাটের ক্ষমতায় আসে তাহলে ইস্তেহার অনুযায়ী কাজ করবে। রাজ্যে কংগ্রেস ১২৫টি আসন পাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তবে নির্বাচনে আম আদমি পার্টি ততটা ভাল ফল প্রকাশ করতে পারবে না , রাজ্যের মানুষের কাছে কেজরিওয়ালের গ্রহণযোগ্যতা এখনও তৈরি হয়নি বলেও মন্তব্য করেন অশোক গেহলট।

আরও পড়ুনঃ

হাতের ওপর গজিয়ে উঠল আস্ত একটি নাক, ক্যান্সারে হারিয়ে যাওয়া নাক ফিরে পেলেন মহিলা

রাষ্ট্রপতির উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য, ঘরে-বাইরে চাপে পড়ে অখিল গিরি বললেন 'রাগের বশে এমন কথা'

'প্রত্যেক দিন ২-৩ কিলো গালি হজম করি, ভগবান তেমনই আশীর্বাদ করেছেন' - তেলাঙ্গনায় বললেন মোদী

 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP