ইভিএম-এ গড়বড়! তাতেই হরিয়ানায় হার বলে দাবি কংগ্রেসের, ভোটের ফল মানতে নারাজ

Published : Oct 08, 2024, 09:57 PM IST
Congress Flag

সংক্ষিপ্ত

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, 'আমাদের প্রার্থীরা কতগুলি গুরুতর বিষয় উত্থাপন করেছে। আমরা সেগুলি নির্বাচন কমিশনের সামনে আসন।' 

হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল মানতে নারাজ কংগ্রেস। ভোট গণনা প্রক্রিয়া ও ইভিএম-এর ত্রুটি নিয়ে অভিযোগ করেছে। কংগ্রেস ইভিএম-এর গুরুতর সমস্যার ওপর জোর দিয়েছে। বলেছে এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করছে। গোটা ঘটনায় কংগ্রেস ষড়যন্ত্র দেখছে।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, 'আমাদের প্রার্থীরা কতগুলি গুরুতর বিষয় উত্থাপন করেছে। আমরা সেগুলি নির্বাচন কমিশনের সামনে আসন।' হরিয়ানার কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, 'আমরা হরিয়ানা গণতন্ত্রকে হারতে দেখেছি। জনগণের ইচ্ছেকে বিপর্যস্ত করে দেওযা হয়েছে। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরাজয়।' কংগ্রেসের কথায় হরিয়ানার ফলাফল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তারা রীতিমত অবাক হয়েছেন এই ফল দেখে। যা আশা করেছিলেন এটি তার সম্পূর্ণ বিপরীতমুখী।

৯০ আসনের হরিয়ানা বিধানসভায় কংগ্রেস পেয়েছে ৩৭টি আসন। বিজেপি পেয়েছে ৪৮টি আসন। আপ হরিয়ানায় খাতাই খুলতে পারেনি। তবে এক্সটি পোল বা বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট ছিল সম্পূর্ণ অন্য। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার রিপোর্টেই বিজেপির থেকে এগিয়ে ছিল কংগ্রেস।

কংগ্রেসের দাবি, ইভিএম নিয়ে তারা একাধিক অভিযোগ রয়েছে। ইভিএম-এর ব্যাটারির চার্জ ছিল না বলেও দবি করেছে কংগ্রেস। যে তিনটি জেলায় এজাতীয় সমস্যা দেখা গিয়েছিল সেই তিনটি জেলাতেই কংগ্রেস অনেকটা পিছিয়ে গেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে অষ্টম পে কমিশন? মুখ খুলল কেন্দ্রীয় সরকার, এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
শ্বাসের অযোগ্য দিল্লির বাতাস, বায়ু দূষণ নিয়ে একগুচ্ছ অভিযোগ জাতীয় রাজধানীর বাসিন্দাদের