ইভিএম-এ গড়বড়! তাতেই হরিয়ানায় হার বলে দাবি কংগ্রেসের, ভোটের ফল মানতে নারাজ

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, 'আমাদের প্রার্থীরা কতগুলি গুরুতর বিষয় উত্থাপন করেছে। আমরা সেগুলি নির্বাচন কমিশনের সামনে আসন।'

 

হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল মানতে নারাজ কংগ্রেস। ভোট গণনা প্রক্রিয়া ও ইভিএম-এর ত্রুটি নিয়ে অভিযোগ করেছে। কংগ্রেস ইভিএম-এর গুরুতর সমস্যার ওপর জোর দিয়েছে। বলেছে এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করছে। গোটা ঘটনায় কংগ্রেস ষড়যন্ত্র দেখছে।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, 'আমাদের প্রার্থীরা কতগুলি গুরুতর বিষয় উত্থাপন করেছে। আমরা সেগুলি নির্বাচন কমিশনের সামনে আসন।' হরিয়ানার কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, 'আমরা হরিয়ানা গণতন্ত্রকে হারতে দেখেছি। জনগণের ইচ্ছেকে বিপর্যস্ত করে দেওযা হয়েছে। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরাজয়।' কংগ্রেসের কথায় হরিয়ানার ফলাফল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তারা রীতিমত অবাক হয়েছেন এই ফল দেখে। যা আশা করেছিলেন এটি তার সম্পূর্ণ বিপরীতমুখী।

Latest Videos

৯০ আসনের হরিয়ানা বিধানসভায় কংগ্রেস পেয়েছে ৩৭টি আসন। বিজেপি পেয়েছে ৪৮টি আসন। আপ হরিয়ানায় খাতাই খুলতে পারেনি। তবে এক্সটি পোল বা বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট ছিল সম্পূর্ণ অন্য। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার রিপোর্টেই বিজেপির থেকে এগিয়ে ছিল কংগ্রেস।

কংগ্রেসের দাবি, ইভিএম নিয়ে তারা একাধিক অভিযোগ রয়েছে। ইভিএম-এর ব্যাটারির চার্জ ছিল না বলেও দবি করেছে কংগ্রেস। যে তিনটি জেলায় এজাতীয় সমস্যা দেখা গিয়েছিল সেই তিনটি জেলাতেই কংগ্রেস অনেকটা পিছিয়ে গেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul