হেলিকপ্টারে চেপে সোমবার ভোরে কেদারনাথে পৌঁছেছিলেন রাহুল গান্ধী। প্রথমেই সেরে নেন দেবদর্শন। এরপর দর্শনার্থীদের লঙ্গর পরিষেবা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
দর্শনার্থীদের লঙ্গর পরিষেবা দিচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হেলিকপ্টারে চেপে সোমবার ভোরে কেদারনাথে পৌঁছেছিলেন রাহুল গান্ধী। প্রথমেই সেরে নেন দেবদর্শন। তাঁকে স্বাগত জানায় উত্তরাখণ্ড কংগ্রেস। কেদারনাথে এদিন সাধারণ মানুষের মত অন্য দর্শনার্থীদের দিতে এগিয়ে দেন চায়ের কাপ, খাবারদাওয়ার।