রান্নার গ্যাসের দাম নিয়ে প্রশ্ন স্মৃতি ইরানিকে, কেন্দ্রীয় মন্ত্রীর উত্তর শুনে চোখ কপালে কংগ্রেস নেত্রীর

দিল্লি গুয়াহাটি বিমানে স্মৃতি ইরানির সঙ্গে কংগ্রেস নেত্রী তরজা। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীকে। উত্তর শুনে অবাক কংগ্রেস নেত্রী।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে এদিন দেখা গেল সম্পূর্ণ অন্যভূমিকায়। দিল্লি-গুয়াহাটির বিমানে তাঁকে দেখা গেল স্থানীয় এক কংগ্রেস নেত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে। আর সেই ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেসের মহিলা শাখার ভারপ্রাপ্ত নেত্তা ডিসুজাই তাঁকে প্রথম রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন করে উস্কে দেন। তারপর স্মৃতি ইরানি দাম বৃদ্ধির পক্ষে সওয়াল করতেই দেখা যায় তাঁকে। 

সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেত্রী নেত্তা ডিসুজা সেই স্মৃতি ইরানি আর কথোপকথনের ভিডিও পোস্ট করেন। তাতে তিনি ক্যাপশন দেন, 'গুয়াহাটি যাওয়ার পথে স্মৃতি ইরানিজির সঙ্গে দেখা হয়েছিল। এলপিজির অসহনীয় ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে তঁকে জিজ্ঞাসা করা হয়। তিনি ভ্যাকসিন, রেশন, ও দেশের দরিদ্র মানুষদের দোষারোপ করতে থাকেন।' কংগ্রেস নেত্রীর বক্তব্য হল স্মৃতি ইরানি সাধারণ মানুষের দুঃখ সম্পর্কে কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তাই তুলে ধরতে চেয়েছেন তিনি। পাশাপাশি কংগ্রেস নেত্রীর সঙ্গে তাঁর আলোচনা স্মৃতি ইরানিও ভিডিও রেকর্ড করে রেখেন বলেও দাবি করেছেন তিনি। 

Latest Videos

ভিডিওটি এমন সময় শ্যুট করা হয়েছিল যখন বিমান থেকে যাত্রীরা নামছিলেন। সেই সময় স্মৃতি ইরানি পথ আটকানোর জন্য কংগ্রেস নেত্রীকে দায়ি করেন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীকে বিহুর শুভেচ্ছা জানাতেও দেখা যায়। কিন্তু তাতে কংগ্রেস নেত্রী পাল্টা জানান যেখানে গ্যাসের দাম এত বেশি সেখানে কী করে বিহু আনন্দের হতে পারে? কংগ্রেস নেত্রী গ্যাস ছাড়া রান্নার ব্যবস্থা সম্পর্কেও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জানতে চান। তাকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন 'দয়া করে মিথ্যা কথা বলবেন না।' পরে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী বলেন তাঁকে অভিযুক্ত করা হচ্ছে। 

গত দুদিনে দাম বাড়েনি পেট্রোল আর ডিজেলের। কিন্তু ১৬ দিনে লিটার প্রতি প্রায় ১০ টাকা করে দাম বেড়েছে। যা নিয়ে আগেই আন্দোলন শুরু করেছে কংগ্রেস। অন্যদিকে অসমে কংগ্রেস বিজেপির প্রধান বিরোধী পক্ষ। 

কংগ্রেসের আমলে যখন পেট্রোল, ডিজেলসহ জ্বালানির দাম বেড়েছিল তখন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি গ্যাস সিলিন্ডার কাঁধে নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন। আর এখন বিজেপির রাজত্ব কেন্দ্রীয় মন্ত্রী সম্পূর্ণ অন্য কথা বলছেন। এটা অবশ্য শুধু স্মৃতি ইরানি নয়। কোনও বিজেপি নেতাই জ্বালানি ইস্যুতে মুখ খুলতে চান না। তাঁরা সম্পূর্ণ রূপে বিষয়টি এড়িয়ে যেতে চায়। কিন্তু কংগ্রেস এটাকেই হাতিয়ার করতে চায়। 

দাম কমল কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের, প্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজ চালুর একদিন আগেই বড় সিদ্ধান্ত

রামনবমীতে রাম নাম জপের নিয়মগুলি জেনে নিন, সুখের হবে দাম্পত্য- বাড়বে সমৃদ্ধি

মশা কি শুধু বেছে বেছে আপনাকেই কামড়াচ্ছে? জানুন এর পিছনে কী কারণ লুকিয়ে রয়েছে

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury