ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতেই বিপত্তি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ চৌধুরির

Published : Jan 14, 2023, 10:38 AM ISTUpdated : Jan 14, 2023, 11:29 AM IST
santokh singh chaudhary

সংক্ষিপ্ত

কর্মসূচির মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর হাঁটতে হাটতেই হৃদরোগে আক্রান্ত হন কংগ্রেস সাংসদ। তাড়িঘড়ি তাঁকে নিকটবর্তী ফাগওয়ারার ভির্ক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

ভারত জোড়ো যাত্রায় অঘটন। হাঁটতে হাঁটতেই হৃদরোগে আক্রান্ত হয় মৃত কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ চৌধুরি। শনিবার সকালে পঞ্জাবের ফিল্লৌরে ঘটে এই ঘটনা। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ চৌধুরি। কর্মসূচির মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর হাঁটতে হাটতেই হৃদরোগে আক্রান্ত হন কংগ্রেস সাংসদ। তাড়িঘড়ি তাঁকে নিকটবর্তী ফাগওয়ারার ভির্ক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

শনিবার রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন পঞ্জাবের জলন্ধর লোকসভা আসনের সাংসদ সান্তোখ সিংহ চৌধুরি। হাঁটতে হাঁটতে মিছিল ফিল্লাউর এলাকায় পৌঁছতেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। আচমকাই হৃদকম্পন বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে তাঁকে লুধিয়ানার ফাগওয়ারার ভির্ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় শোকের ছায়া কংগ্রেস কর্মীদের মধ্যে। ঘটনার পরই স্থগিত করা হয় সকালের ভারত জোড়ো যাত্রা।

 

 

সন্তোখ সিং চৌধুরীর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। এদিন টুইটবার্তায় লিখেছেন,'কংগ্রেসের কংগ্রেসের লোকসভা সাংসদ সন্তোখ সিং চৌধুরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।' পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমৃন্দর সিংও কংগ্রেস সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করে লিখেছেন,'হৃদরোগে আক্রান্ত হয়ে কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরীর প্রয়াণে আমি শোকাহত।'

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের