ভেস্তে গেল ইন্ডিয়া জোট! কফিনে শেষ পেরেক পুঁতল কংগ্রেস, বিধানসভায় একা লড়ার কথা বললেন মমতা

Published : Feb 10, 2025, 10:01 PM IST

একের পর এক রাজ্যে হারের পর বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া ব্লক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শরিকরা কংগ্রেসকে তুলোধনা করতে ছাড়েনি। শেষপর্যন্ত জোটের কফিনে শেষ পেরেক পুঁতল কংগ্রেস। 

PREV
110
ভেস্তে গেল ইন্ডিয়া জোট!

একের পর এক রাজ্যে হারের পর বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া ব্লক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শরিকরা কংগ্রেসকে তুলোধনা করতে ছাড়েনি। শেষপর্যন্ত জোটের কফিনে শেষ পেরেক পুঁতল কংগ্রেস।

210
দিল্লি বিধানসভা নির্বাচন

দিল্লি বিধানসভা নির্বাচনে আপ আর কংগ্রেসের আসন সমঝোতা হয়নি। কংগ্রেস শূন্য পেয়েছে। অন্যদিকে আপও অনেকটাই পিছিয়ে। এই অবস্থায় জোটার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

310
সমঝোতা না হওয়ায় সমালোচনা

আপ আর কংগ্রেসের সমঝতা না হওয়ায় জোটের শরিকরাই সমলোচনা শুরু করেছিলেন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনেই ওমর আব্দুল্লাহ বলেছিলেন, 'আরও লড়াই কর নিজেদের মধ্যে।' অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায় দায়ী করেছিলেন কংগ্রেসকে।

410
কংগ্রেসের বার্তা

শরিকদের সমালোচনার তীরে বিদ্ধ কংগ্রেস। শেষপর্যন্ত জোট নিয়ে বড় ঘোষণাই করে দিল। রাহুল গান্ধী ঘনিষ্ট কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর বলেছেন, 'লোকসভা ভোটের জন্যই ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল। বিধানসভা ভোটগুলির জন্য আলাদাভাবে রাজ্যওয়াড়ি সমঝোতা হতে পারে। '

510
শরিকদের মত

বিহারের আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবও প্রায় একই কথা বলেছেন, তাঁর দাবি ২০২৪ সালের নির্বাচনের জন্যই ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল। বিজেপিকে হারানোর জন্যই তৈরি হয়েছিল জোট।

610
মমতার কথা

এদিন বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বিধায়কদের স্পষ্ট করে জানিয়ে দেন, তাঁর কথাই দলে শেষ কথা। বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়বে। কারও সাহায্যের দরকার নেই।

710
মমতার প্রতিশ্রুতি

মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও বলেছেন, তাঁর দল তৃণমূল কংগ্রেস এবার দুই -তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়েই দিল্লিতে ফিরবে।

810
মমতার টার্গেট

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, যথেষ্ট জোরের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্য়ায় বাংলায় সরকার গঠনের কথা বলেছেন। তাঁর টার্গেট বাংলায় ২৫০-র বেশি আসনে জয় হাসিল করেই সরকার গঠন করা।

910
বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু

বাংলায় তৃণমূল কংগ্রেস একা একাই লড়াই করবে বিধানসভা নির্বাচনে। অর্থাৎ আসন সমঝোতার ঝামেলা সেইভাবে নেই। আর সেই কারণে তৃণমূল সুপ্রিমো এখন থেকেই সংগঠনের কাজে জোর দিতেও নির্দেশ দিয়েছেন।

1010
জোট শেষ!

জোটের সবথেকে বড় শরিক কংগ্রেস। খুব একটা পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় তৃণমূলের একাধিক নেতাই কংগ্রেসের নেতৃত্বে না থেকে মমতাকে সর্বময় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। কিন্তু বাকিরা মমতার নেতৃত্ব সম্পর্কে কিছুই বলেনি। অন্যদিকে আজ ইন্ডিয়া নিয়ে মণিকম ঠাকুরের কথা স্পষ্ট হচ্ছে এবার ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসতে চাইছে খোদ কংগ্রেস।

Read more Photos on
click me!

Recommended Stories